নারায়ণগঞ্জ বন্দর এলাকা হতে মাদকের চালান ফেন্সিডিল ও গাঁজা সহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ।
এসময় আসামির কাছ থেকে (১৪০) বোতল ফেন্সিডিল ও নীল রংয়ের পলিথীনে মোড়ানো( তিন) কেজি গাঁজা উদ্ধার করা হয়। সর্বমোট মূল্য প্রায় (তিন লক্ষ ৭০ হাজার টাকা।
বুধবার (১১ মে ) রাত ৯টায় মদনপুর মোড় হতে মাদক দ্রব্যের চালান সহ তাদের গ্রেফতার করা হয়।
গোয়েন্দা পুলিশ জানায় আমরা বন্দর ইস্পাহানী মোড়ে অবস্থান কালে গোপন সংবাদের ভিত্তিতে রাতে একটি যাত্রীবাহী বাস যোগে কুমিল্লা হতে নারায়ণগঞ্জের মদনপুর মোড় রাস্তার উপর পৌছামাত্র ডিবি পুলিশের সংঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় উল্লেখিত আসামী চৌদ্দগ্রাম থানাধীন সিত্তরা এলাকার মৃত আবুল কালামের ছেলে জাকির হোসেন(২৬), অহিদুর রহমানের ছেলে ইসমাহিল ইসলাম (২৪) ও আড়াইহাজার থানাধীন ছোট বিনারচর এলাকার শওকত আলীর ছেলে ইসমাহিল আহম্মেদ ওরফে শুভ (২২)কে পাকরাও করতে সক্ষম হই।
এসময় ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের ও সঙ্গীয় অফিসার ফোর্সের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ করিলে আসামী তাহার বর্ণিত নাম ঠিকানা প্রকাশ করে।
জেলা গোয়েন্দা শাখার ইন্সপেক্টর মোঃ শিবলী কায়েছ মীর জানান,আমরা বন্দর ইস্পাহানী মোড়ে অবস্থান কালে গোপন সংবাদের ভিত্তিতে মদনপুর মোড়ে অবস্থন নেই। এবং তাহারা মাদকদ্রব্য সমূহ কুমিল্লার চৌদ্দগ্রাম থানার সিওরা বাজার এলাকার মাদক ব্যবসায়ী ভুট্টুর নিকট হইতে সংগ্রহ করে উল্লেখিত মাদকদ্রব্য তাহারা নারায়ণগঞ্জ ৩ নং আসামী ইসমাইল আহম্মেদ @ শুভর নিকট পৌঁছানো এ চালানটি আনা হয়। পরে নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের হাতে মাদক দ্রব্য পৌছায়া দিয়ে থাকে। আসামীকে মামলার ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হইয়াছে । আমরা মামলার তদন্ত সমাপ্ত না হওয়া পর্যন্ত আসামীকে জেল হাজতে আটক রাখার আদেশের জন্য আবেদন করেছি।