কিশোর গ্যাং প্রতিরোধ মহড়ায় যাওয়াকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর ১৪নং ওয়ার্ডের কাউন্সিলর মনিরুজ্জামান মনির ও তার সহপরিবারকে মুঠো ফোনে হয়রানি মূলক মামলা ও প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছে দুস্কৃতিকারীরা।
এবিষয়ে বৃহস্পতিবার (২৫ মে ) রাত ১১ টায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মনিরুজ্জামান মনির সাধারণ ডায়েরি করেন যার নং ১০৫৭।
মনিরুজ্জামান মনির অভিযোগে উল্লেখ্য করেন, অভিযান চলাকালে আমরা সদর থানাধীন সৈয়দপুর মাতব্বর বাড়ির সামনে রাত সাড়ে আটটার সময় অবস্থান কালে আমার মোবাইল ফোনে অজ্ঞাত পরিচয়ে- ০১৮৪৯ ৩৬৪২১৫ এনাম্বার থেকে আমাকে প্রাণনাশের হুমকি দেয়। এবং প্রশাসনের সাথে আমি এধরনের অভিযানে গেলে আমার পরিবারকে উল্লেখ্য করেসহ জানে মারিয়া ফেলার হুমকি সহ ভয়ভীতি দেখানো হয়।
এবিষয়ে কাউন্সিলর মনিরুজ্জামান মনির জানান, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের মহদয়ের নির্দেশে সন্ধায় অতিরিক্ত পুলিশ সুপার ক-সার্কেল মোঃ নাজমুল হাসান এর নেতৃত্বে কিশোর গ্যাং প্রতিরোধ মহড়া বের করা হয়। এ মহড়ায় অতিথি হিসেবে অংশ নেই নাসিক ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান মনির, ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু, ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর কামরুল হাসান মুন্না ও আওয়ামীলীগের নেতা জসিম উদ্দিনসহ গণ্যমান্য বেক্তিবর্গ উপস্থিত ছিলেন।
তিনি আরও জানান, প্রশাসনের এমন অভিযানকে আমরা সাধুবাদ জানাই। তারা যেন এমন কার্যক্রম অব্যাহত থাকে। কিন্তু অজ্ঞাত নামা মোবাইল নাম্বারটি রিসিভ করার সাথে সাথে আমাকে অকথ্য ভাষা ব্যবহার করে এবং কেন এধরনের পুলিশের অভিযানে অংশ গ্রহন করলাম তাই আমাকে ও পরিবারকেসহ প্রাণনাশের হুমকি দেয়।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান সাধারণ ডায়েরির বিষয়টি নিশ্চিত না হলেও পুলিশ পরিদর্শক ( তদন্ত ) মো.সাইদুজ্জামান এর সাথে যোগাযোগ করতে বলেন।
সদর মডেল থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত ) মো.সাইদুজ্জামান সাধারণ ডায়েরির বিষয়টি নিশ্চিত দুঃখ প্রকাশ করে বলেন, এবিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। শীঘ্রই আসামীকে গ্রেফতার করতে সক্ষম হব সে কার্যক্রম চলছে।