পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, তার ভাই হাবিবুর রহমান ও পুত্র মুশফিকুর রহমানকে মারধর এবং নগদ ৫ লাখ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জ সদর উপজেলার তল্লা আজমেরী বাগ এলাকার যুবলীগ নেতা জানে আলম বিপ্লব, জামান ও দেলোয়ার ওরফে পন্ডিতের বিরুদ্ধে।
বৃহস্পতিবার ( ২ জুন ) সকাল ১১টায় আজমেরীবাগ কেন্দ্রিয় উন্নয়ন ও পঞ্চায়েত কমিটির আয়োজনে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান এ অভিযোগ তোলেন।
তিনি আরোও বলেন, বুধবার( ৩১ মে ) রাতে এ ঘটনা ঘটে বলে জানায় ভুক্তভোগী মিজানুর রহমান। এঘটনার রাতে আমরা ফতুল্লা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করাসহ করি।
থানায় দায়ের করা অভিযোগ ও সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য থেকে জানা যায়, ২০২০ সালে মডেল গ্রুপের কর্ণধার মাসুদুজ্জামান মাসুদকে সভাপতি ও মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক করে গঠন করা হয় তল্লা আজমেরী বাগ পঞ্চায়েত কমিটি। কমিটি গঠনের সময় থেকে এখনও পর্যন্ত তাকে নানা হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে আসছে স্থানীয় সন্ত্রাসীরা। এ অবস্থায় গত ৩১মে রাতে তল্লা থেকে বিপ্লব, জামান, ও দেলোয়ার ওরফে পন্ডিতসহ তাদের সাথেথাকা আরও ৩০/৪০ লোক এসে মিজানুর রহমানের উপরে অতর্কিত হামলা চালায় এবং তার সাথে থাকা ৫ লাখ টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। বাধা দিয়ে তাকে চাকু-ছুড়িসহ দেশীয় অস্ত্র দিয়ে বেদম মারধর করে এবং তার চিৎকারে এগিয়ে আসলে তার ভাই হাবিবুর রহমান ও তার ছেলে মুশফিকুর রহমানকে সুইচ গিয়ার চাকু দিয়ে হত্যার উদ্দেশ্যে আঘাত করে।
এ বিষয়ে বিচারের দাবি জানিয়ে ঘটনার দিন রাতেই ভুক্তভোগী মিজানুর রহমান থানায় অভিযোগ দায়ের করেন এবং আজ বৃহস্পতিবার নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে তার নিরাপত্তাহীণতার বিষয়ে সাংবাদিকদের জানান। একইসাথে পুলিশ প্রশাসন সহ স্থানীয় সংসদ সদস্যের সুদৃষ্টিও কামনা করেন তিনি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পঞ্চায়েত কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি আবদুল বাতেন , অর্থ সম্পাদক আফম আব্দুল আউয়াল , ইসলামী বিষয়ক সম্পাদক হাজী শহীদুল্লাহসহ স্থানীয় লোকজন ছিলেন ।