নারায়ণগঞ্জে বৃক্ষ প্রেমি বাগানীদের মিলিনমেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ৩ জুন ) বিকাল সাড়ে তিনটায় সিটি কর্পোরেশনধীন শেখ রাসেল পার্কে ট্রি লাভার্স কমিউনিটি ( টিএলসি)বিডি গ্রুপের আয়োজনে বিভিন্ন জেলার বৃক্ষ প্রমিকদের নিয়ে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ছিল খেলা-ধুলা, কবিতা আবৃত্তি ও সুন্দর পরিচ্ছন্ন বাগানীদের সম্মাননা ও পুরুস্কার বিতরণ।
এসময় গ্রুপের সবুজের আহবানের প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ ও সেরা বাগানীদের সম্মাননা প্রধান করা হয়। এছাড়া ১শত বাগানীদের বিভিন্ন জাতে গাছ উপহার দেওয়া হয়।
ট্রি লাভার্স কমিউনিটি ( টিএলসি)বিডি গ্রুপের এডমিন জানান,সবুজ -শ্যামল জনপদ গড়তে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। এজন্যই দেশের বিভিন্ন জেলা পর্যায়ে বাগানীদের নিয়ে বৃক্ষ রোপন কর্মসূচি সহ জনসাধারণকে সবুজায়নের উৎসাহ করাই টিলসি এর মূল লক্ষ্য।
তারা আরও বলেন, আমাদের এগ্রুপের প্রথম বার্ষীকী মিলন মেলায় দেশের বিভিন্ন প্রান্তে থেকে যারা এসে অংশগ্রহণ করেছে সকলেরর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
উক্ত উনুষ্ঠানে এডমিন মোডারেটরসহ গ্রুপের সদস্যরা স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন। এবং অনুষ্ঠান শেষে কেককেটে গ্রুপের প্রথম বার্ষীকী পালন করা হয়।