নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূইয়া সাজনু বলেছেন, আপনারা জানেন কিছুদিন আগে বঙ্গবন্ধুর কন্যাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়া হয়েছে। আমরা কিছুদিন ধরে দেখছি নারায়ণগঞ্জের বেশ কয়েক জায়গায় তারা বক্তব্য দিচ্ছে। গণতান্ত্রিক দেশ, তারা অবশ্যই বক্তব্য দিবে। তবে তারা নির্লজ্জ ভাবে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে আসছে। তাদের হুশিয়ার করে বলে দিতে চাই, নারায়ণগঞ্জ মহানগর যুবলীগ যদি মাঠে নামে। নারায়ণগঞ্জে বিএনপির আস্তানা আমরা রাখবো না।
শনিবার (৪ জুন) সকালে শহরের দুই নং রেলগেট এলাকায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে মহানগর যুবলীগের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় নিজ বক্তব্যে একথা বলেন সাজনু।
তিনি আরও বলেন, নেত্রী তার ম্যানিফেস্টোতে বলেছিল ক্ষমতায় গেলে যুদ্ধাপরাধীদের বিচার করব, আইনের শাসন প্রতিষ্ঠা করব, জাতীয় চার নেতা হত্যার বিচার ত্বরান্বিত করব। আজ যুদ্ধাপরাধীদের বিচার করে তাদের ফাসির কাষ্ঠে ঝোলানো হয়েছে। আজ পদ্মা সেতু উদ্বোধন করা হচ্ছে। আজ কানাডা বলেছে পদ্মা সেতুতে কোন দুর্নীতি হয়নি। আপনাদের প্রতি অনুরোধ, সজাগ থাকবেন। নারায়ণগঞ্জের রাজপথ থেকে বিএনপির আস্তানা আমরা উচ্ছেদ করব।