1. [email protected] : admin :
  2. [email protected] : Narayanaganj Press : Narayanaganj Press
সোমবার, ২১ জুলাই ২০২৫, ০৩:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
ইমনের ফিফটিতে পাকিস্তানকে উড়িয়ে দিল বাংলাদেশ, সিরিজে ১-০ এগিয়ে টাইগাররা ফতুল্লায় হরতালে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ২ ফতুল্লা থানার সাবেক ওসি হাছান আলীর ২ বছরের কারাদণ্ড একরামুল হত্যা: বদির বিরুদ্ধে মানবতাবিরোধী মামলা মানবিক ও ভালো মানুষ না হলে দেশের উন্নতি সম্ভব নয়: সেনাপ্রধান ২০০ ভোটার নেই ২৫ উপজেলায়, এনসিপির নিবন্ধন অনিশ্চিত নারায়ণগঞ্জে বিএনপির মৌন মিছিলে জুলাই বিপ্লবের শহীদদের স্মরণ নারায়ণগঞ্জ থেকে নতুন গণ-অভ্যুত্থানের ডাক: এনসিপির ‘জুলাই পদযাত্রা’ ‘বাংলাদেশ আর পুরনো শাসন দেখতে চায় না, ইসলামী নীতিতেই রাষ্ট্র চলবে’ — চরমোনাই পীর আওয়ামী লীগের পুনর্বাসন মানেই আমাদের মৃত্যু: এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ

দেওভোগের ৩ গৃহবধূর দাহ কার্য সম্পন্ন সময় জনপ্রতিনিধি চোখের জল জড়ালেন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ৪৪২ Time View

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৪ নংওয়ার্ডের কাউন্সিলর মনিরুজ্জামান মনির বলেন, ঐ বাড়িতে একসঙ্গে তিন জন গৃহবধূ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেছেন। এটা একটা দুঃখ জনক ঘটনা। এমন দুর্ঘটনা আমরা সকলে মর্মাহত। নিহতের পরিবারে প্রতি সান্তনা দেওয়ার মত ভাষা খুজে পাচ্ছিনা। যেহেতুক আমি অন্যধর্মের হলেও আমি এপরিবারের সদস্যের মত। কারন ছোট থেকে বড় হয়েছি তাদের সাথে। নিহতের পরিবারাও বলেন আমি তাদের পরিবারের একজন সদস্য। তাই আমি নিজেই মর্মাহত।

মনির আরও বলেন,ঐ বাড়িতে একসঙ্গে তিন ভাইয়ের গৃহবধূ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করা হলে সেই বাড়িতে বিদ্যুৎহীনরত অবস্থায় রয়েছ। তা মেরামত করার জন্য নির্দেশ দিয়েছি। আল্লাহ্ ও তাদের বগবানের কাছে তাদের আত্মার মাগফেরাত কামনায় প্রার্থনা করছি।

১৩,১৪ ও ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর শারমিন হাবিব বিন্নী বলেন,আজকে যেই তিনজন বৌদি আমাদের মধ্যে থেকে চলে গেলেন, তাদের সন্তানরা মা হারা । তিন বৌদির দুইজন করে সন্তান ছিল । ভাগ্য ভালো যে তারা ওই জায়গায় আসেনি । তাহলে হয়তো আরো আমাদের আরো লাশ দেখতে হতো । তাই এরকম ঘটনা যেন আর না ঘটে । এদিকে আমাদের সচেতন হতে হবে ।

ডিপিডিসির উদ্দেশ্যে কাউন্সিলর বিন্নী বলেন,বিদ্যুৎ বিল নেওয়ার সময় যেভাবে খেয়াল রাখেন । সেভাবে যেন লাইনগুলোর দিকেও তারা খেয়াল রাখে । এরই সাথে ডিস ও ইন্টারনেট ব্যবসায়ী যারা ডিসের ব্যবসা করেন এবং ইন্টারনেটের লাইন দেন তারাও একটু সচেতন হবেন । আমাদের বিনোদন দেওয়ার জন্যই আপনাদের এ ব্যবসা । আপনারা এসব বিষয়ে খেয়াল রাখবেন । আপনারা যেভাবে আমাদের কাছ থেকে বিল নেন তখন আপনারাও লাইনগুলো তদারকি করবেন ।

বৃহস্পতিবার( ৯ জুন) দুপুরে দেওভোগ আকড়াস্থ রবি সাধূর বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন ভাইয়ের গৃহবধূ মারা মৃত্যুবরণ করেন রঞ্জিত ঘোষ এ স্ত্রী বিমলা রানী ঘোষ(৫৫), নিখিল ঘোষ এর স্ত্রী হলেন বাসন্তী রানী ঘোষ (৪২), দীপক ঘোষ এর স্ত্রী মনি রানী ঘোষ(৩৮) ও তাদের বয়স ৩৫ থেকে ৪০ বছর।

মাসদাইর শশানে তিন গৃহবধূর দাহ কার্য সম্পন্ন করেন। মৃতদের স্বজনরা মুখাগ্নির মাধ্যমে দাহ কার্যক্রম শুরু করেন। এসময় দুই জনপ্রতিনিধি কাউন্সিলর মনিরুজ্জামান মনির ও শারমিন হাবিব বিন্নির চোখের পানি টলমল করে। এসময় জনপ্রতিনিধিরা হতের পরিবারের প্রতি সমবেদনা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© ২০২৩ | সকল স্বত্ব  নারায়ণগঞ্জ প্রেস কর্তৃক সংরক্ষিত
Designed by RIAZUL