পূর্ব শত্রুতার জেড় ধরে নারায়নগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির ও তার অনুসারীদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় আলিগঞ্জের চিহ্নিত ভুমিদস্যু বেপরোয়া নাছির উদ্দিন ও তার ছেলে পিয়াস, পিয়াল,শোভন বাহিনীর বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় অভিযোগ দায়ের হয়েছে।
গত (৮ জুন) বুধবার বিকেলে আলিগঞ্জ এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
উপজেলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির জানায়, ব্রাজিল বা আর্জেন্টিনা খেলা নিয়ে কোন ঝগরা হয়নি, মূলত গত ৭ই জুন গভীর রাতে নাসিরউদ্দিনের ছেলেরা আমার বাসার সামনে উচ্চ স্বরে শব্দ করে আড্ডা দিলে আমি তাদের উচ্চ স্বরে হই হুল্লর করতে নিষেধ করি। এসময় তারা ক্ষিপ্ত হয়ে আমাকে গালিগালাজ সহ আমার বাড়িতে ঢুকে আমার স্লিলতা হানি র চেস্টা করে। এ ব্যাপারে আমি ফতুল্লা মডেল থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেছি। নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, বুধবার বিকেলে ফাতেমা মনিরের কর্মীরা আলিগঞ্জে মানব বন্ধন করতে গেলে তাদের সাথে নাছির উদ্দিন বাহিনীর সাথে মারামারি ও সংঘর্স হয়। এতে ফাতেমা মনিরের মেয়ের জামাতা সহ অনেকে গুরুতরভাবে আহত হয়েছেন। এই ঘটনায় ফতুল্লা মডেল থানায় ইমরান ও মিঠুন বাদি হয়ে নাসিরুদ্দিন, পিয়াস,পিয়াল,শোভন,ইমরান, তনু,ওসামা অজ্ঞাত ২০/২৫ জনের বিরুদ্বে এদের বিরুদ্বে দুটি অভিযোগ দায়ের করেছে। অভিযোগ কারীরা আসামিদের দ্রুত গ্রেফতারের দাবী জানায়। এব্যাপারে ফতুল্লা মডেল থানার ইনচার্জ মোঃ রিজাউল হক দিপু জানান উভয় পক্ষই অভিযোগ দায়ের করেছে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।