নারায়ণগঞ্জ জেলা ওলামা পরিষদের সমন্নয়ক, হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় নায়েবে আমীর ও ডিআইটি মসজিদের খতিব মাওলানা আবদুল আউয়াল বলেছেন, আমাদের পার্লামেন্টে নিন্দা প্রস্তাব আনুন, দূতাবাসকে ডেকে কড়া ভাষায় নিন্দা জানান। আমরা শাপলা চত্বর গিয়েছি, কত ঘটনা ঘটেছে। আপনারা ভেবেছেন হেফাজতে ইসলাম শেষ হয়ে গেছে। আবার নতুন করে হেফাজত ইসলামের প্লাটফর্ম তৈরি করব এবং ইসলাম বিরোধীদের উচিত শিক্ষা দিয়ে ছাড়ব। হেফাজত ইসলাম এখনও আছে।
শুক্রবার (১০ জুন) জুমার নামাজের পর বিকেলে শহরের ডিআইটি এলাকায় ভারতে মহানবীকে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ পালন করে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ওলামা পরিষদ। সমাবেশে সভাপতির বক্তব্যে একথা বলেন তিনি।
সমাবেশে বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার মুসুল্লি যোগ দেন।
তিনি বলেন, আল্লাহর জন্য যদি বুলেট আসে আমরা বুক পেতে নিতে রাজী আছি। আমার জীবনের শেষ মুহুর্তে বলছি আল্লাহ ও আল্লাহর রাসূল ও কোরআনের বিরুদ্ধে কোন কুলাঙ্গার কিছু বললে আমরা তার জিভ টেনে ছিঁড়ে ফেলব।
তিনি আরও বলেন, নুপুর শর্মা একজন সাধারণ ব্যক্তি। সে যা বলেছে সেটা তার নিজের কথা নয়। সেখানে আমাদের ভাইদের গরু হত্যার জন্য জবাই করা হচ্ছে। সেখানে যারা মিছিল করেছে সেখানে পুলিশ হামলা করেছে। এসব বিজেপি সরকার করেছে। বিজেপিকে বলতে চাই আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধাচারনকারীদের আশ্রয় দিলে অচিরেই ক্ষমতার মসনদ খান খান হয়ে যাবে।
আউয়াল বলেন, আপনাদের কাছে জানতে চাই আমাদের সরকার চুপ করে আছে কেন। আমরা ভালো করে জানি ভারত সরকারের তল্পিবাহক হিসেবে তারা এদেশে শাসন করছে। আমাদের ভাইদের দীর্ঘদিন তারা জেলে আটকে রেখেছে। আমাদের ওলামা ভাইদের তারা মুক্তি দিতে সাহস পায় না। তারা ভেবেছে আলেম ওলামারা বের হলে জনগণ এক হয়ে না জানি কোন আন্দোলন করে।
তিনি বলেন, বাংলার জমিনে আগুন, ঘূর্ণিঝড়সহ যা কিছু দেখছেন তা আলেম ওলামাদের বদ দোয়া ছাড়া আর কিছু না। অনতিবিলম্বে তাদের মুক্তি দেয়ার ব্যবস্থা করুন। সরকার বাহাদুর আপনি ভেবেছেন ভারত সরকার আপনাদের বসিয়ে রেখেছে। ভারত সরকার নয় আমার আল্লাহ বসিয়ে রেখেছে। তাদের বিরুদ্ধে কথা বলার সাহস যদি না পাও তাহলে অচিরেই তোমার মসনদও শেষ হয়ে যাবে। এখন সময় আছে বোঝার চেষ্টা করুন। রাসূলের জন্য যদি আপনার প্রান না কাপে এদেশের কোটি মুসলমানের হৃদয়ে আর রক্তক্ষরন তারা এ রক্তক্ষরণ নিয়ে মাঠে নামলে গদিতে থাকতে পারবেন না।