প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও ষড়যন্ত্রের প্রতিবাদে নারায়নগঞ্জের রূপগঞ্জে মানববন্ধন, প্রতিসভা ও বিক্ষোভ মিছিল কর্মসূচী পালন করেছে উপজেলা আওয়ামী যুবমহিলা লীগ। শুক্রবার দুপুরে উপজেলার রূপসী বাস স্টেশন এলাকায় তারা এ কর্মসূচী পালন করে। এসময় বিক্ষাভ মিছিলটি রূপসী বাস স্টেশন থেকে রূপসী কাঞ্চন সড়কসহ বেশকয়েকটি সড়ক প্রদক্ষিন করেন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তারাব পৌরসভার মেয়র ও উপজেলা মহিলী লীগের সভাপতি মিসেস হাসিনা গাজী। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা যুবমহিলা লীগের সভাপতি ফেরদৌসী আক্তার রিয়া, সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রিতা, তারাব পৌরসভা পৌর যুবমহিলা লীগের সভাপতি পারুল আক্তার, সাধারণ সম্পাদক শিল্পী আক্তার, ভোলাব ইনিয়নের যুবমহিলা লীগের সভাপতি সালমা আক্তার, সাধারণ সম্পাদক সুলতানা, রূপগঞ্জ ইউনিয়নের যুবমহিলা লীগের সভাপতি জিন্নাত জাহান জিসান, সাধারণ সম্পাদক আন্নি আক্তার, মুড়াপাড়া ইউনিয়নের যুবমহিলা লীগের সভাপতি হাসিনা আক্তার, সাধারণ সম্পাদক রাশিদা আক্তার, কায়েতপাড়া ইউনিয়নের যুবমহিলা লীগের সভাপতি শারমিন রিমা, সাধারণ সম্পাদক মরিয়ম মলি, কাঞ্চন পৌরসভার যুবমহিলা লীগের সভাপতি পারভীন আক্তার, সাধারণ সম্পাদক কোহীনূর আক্তার প্রমূখ।
সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন উন্নয়নের রোল মডেলে পরিনত হচ্ছে তখন একটি কুচক্রী মহল বিভিন্ন বিভ্রান্তি ছড়াচ্ছে।
উল্লেখ্য, সম্প্রতি ছাত্রদল আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়।