নারায়ণগঞ্জের সোনারগাঁ এবং বন্দরে দুটি পৃথক অভিযানে ৫০০ বোতল ফেনসিডিল এবং সাড়ে ১৫ কেজি গাঁজাসহ ৬ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১১।
এসময় তাদের নিকট থেকে একটি ট্রাক জব্দ করা হয়।
শুক্রবার (১০ জুন) সকালে সোনারগাঁয়ের আষাড়িয়ারচর এবং মদনপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলেন মোঃ শামীম শাহ (৩১),মোঃ মঞ্জুর হোসেন (৪০), মোঃ ইউসুফ আলী (৫৫), মোছাঃ নারগিছ আক্তার (২৮), মোঃ এরশাদ মিয়া (২৫) এবং মোঃ বাবুল (৩৭)।
শুক্রবার (১০ জুন) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র্যাব-১১’র সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে র্যাব-১১’র সহকারী পরিচালক রিজওয়ান সাঈদ জিকু জানান, আটকরা ছদ্মবেশী মাদক ব্যবসায়ী। তারা ট্রাকের চালক ও হেলপার পেশার ছদ্মবেশে পণ্য পরিবহনের আড়ালে ফেনসিডিল পরিবহন করে আসছিল। তারা আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন অভিনব কায়দায় ফেনসিডিল পরিবহন করে নিয়ে এসে নারায়ণগঞ্জ ও এর আশেপাশের এলাকায় সরবরাহ করে আসছিল।
তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।