ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর মাননীয় চেয়ারম্যান আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী বলেছেন, অচিরেই সংসদে এই হীনকর বক্তব্যের প্রতিবাদে নিন্দা প্রস্তাব জানাতে হবে এবং ভারতীয় হাইকমিশনারকে ডেকে এই বক্তব্যের জন্য ব্যাখ্যা চাইতে হবে। ভারত থেকে আমদানি নির্ভরশীলতা কমাতে হবে নিজেদের স্বনির্ভরতা ও বিকল্প ব্যাবস্থার মাধ্যমে। ভারত মুসলমানদের বিরুদ্ধে যখনই কোন ন্যাক্কারজনক পদক্ষেপ গ্রহন করবে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে সাথে সাথে তাদের বিরুদ্ধে আমাদের কঠোর পদক্ষেপ গ্রহন করতে হবে। এখনই সময় মুসলিম বিশ্বের মাঝে ঐক্য প্রতিষ্ঠা করে বিশ্বের যে কোন প্রান্তে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করার।ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কুরআন সুন্নাহ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলে। আজ যদি রাষ্ট্রীয়ভাবে কুরআন সুন্নাহ প্রতিষ্ঠিত থাকতো তাহলে আমাদের দেশের সংসদে সাথে সাথে এর প্রতিবাদ জানানো হতো। তাই কুরআন সুন্নাহ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র কায়েমের লক্ষ্যে আমাদের বেগবান আন্দোলন চালিয়ে যেতে হবে এবং যেখানেই ইসলামের শত্রুরা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তার প্রতিরোধ ও প্রতিবাদের মাধ্যমে ইসলামের আবহমান কালের শান্তির ঝান্ডা জারি রাখার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।
শুক্রবার (১০ জুন) জুমার নামাজের পর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সামনে থেকে এক প্রতিবাদ বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর প্রেসক্লাবের সামনে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বাহাদুর শাহের এই বার্তা পৌছে দেন বক্তারা।
উক্ত প্রতিবাদ সভায় ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি এড. এ এম এম একরামুল হক এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াত নারায়ণগঞ্জ জেলার আহবায়ক মাওলানা গাজী সিরাজুল ইসলাম আল-আবেদি। আরো উপস্থিত ছিলেন মাওলানা মাহফুজুল হক মুজাহেদী, মাওলানা মুফতি হাসান মুরাদ, মাওলানা মুফতি আবুল হাসান তৈয়বী, মাওলানা আব্দুল্লাহ আল মাহমুদ, মাওলানা ওমর ফারুক হেলালি, মাওলানা শাহাদাত আজমী, হাফেজ মোঃ বাছেত, বাংলাদেশ হিজবুর রাসুল (দঃ) নারায়ণগঞ্জ জেলার সভাপতি আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম, সাধারন সম্পাদক ওয়াহিদুর রহমান ডাবলু, সাংগঠনিক সম্পাদক আমানত উল্লাহ আরমান, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি ইকবাল সোবহান এপোলো, আলহাজ্ব মোঃ সানোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন কাওছার, সহ সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল খালেক, মাওলানা তামিম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক মোঃ তরিকুল হাসান লিংকন, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুদ্দিন, অর্থ সম্পাদক মোঃ আব্দুল্লাহ সরদার, দপ্তর সম্পাদক মোঃ সানি দেওয়ান, প্রচার সম্পাদক গোলাম মাওলা সোহেল, ছাত্র যুব ক্রীয়া সম্পাদক গোলাম মোস্তফা নীরব, নারায়ণগঞ্জ জেলা ইসলামী ছাত্রসেনার সভাপতি রাহাত হাসান রাব্বী সহ জেলা ও মহানগর ইসলামী ছাত্রসেনার নেতৃবৃন্দ।