গ্যাস, বিদ্যুৎ সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যর সীমাহীন বৃদ্ধির প্রতিবাদে এবং মূল্য হ্রসের দাবীতে রুপগঞ্জ তারাবো পৌর বি এন পি জাতীয়তাবাদী দলের আহবায়ক আলহাজ্ব নাসির উদ্দিন নাসির ও সদস্য সচিব হাজী জাকির হোসেন রিপন এর নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ সমাবেশে যোগদান করেন।
শনিবার (১১ জুন ) বিকালবেলায় নারায়ণগঞ্জ চাষাড়ায়স্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জেলা বি এন পি’র আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশ মিছিলে আরও উপস্থিত ছিলেন, রুপগঞ্জ তারাবো পৌর বি এন পি জাতীয়তাবাদী দলের যুগ্ম আহবায়ক কাজী ইমরান হোসেন, যুগ্ম আহবায়ক হাজী হাফিজ আহম্মেদ, সদস্য শরিফ হোসেন, আলইসলাম, আলামিন বাবু, মানিক মাষ্টার, বিপ্লব প্রধান, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক বুলবুল আহমেদ, তারাবো পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাহাদ, ওয়ার্ড বিএনপি’র নেতা লিটন সিকদার, সাইফুল ইসলাম রাজিব প্রমুখ।
মিছিলে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবী ও সুচিকিৎসা সহ দেশের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য উর্ধগতির প্রতিবাদ স্লোগান মাধ্যমে সমাবেশে অংশগ্রহণ করা হয়।