নারায়ণগঞ্জ দেওভোগ আখড়ায় রবি সাধূর বাড়ির তিন গৃহবধূর শ্রাদ্ধে নিহত মনি রানী ঘোষ’র শিশু সন্তানের সকল প্রকার’র দায়িত্ব নেলেন নাসিক সাবেক প্যানেল মেয়র ও ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান মনির।
রবিবার (১২ জুন) দুপুরে দেওভোগ আখড়া রাম-সীতা মন্দিরে তিন গৃহবধূর স্মরণে পূজার মাধ্যমে শ্রাদ্ধ সম্পন্ন করা হয়।
এসময় জনপ্রতিনিধিরা তিন গৃহবধূরর ফটকে ফুলদিয়ে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।
উপস্থিতি সকলের সামনে কাউন্সিলর মনিরুজ্জামান মনির বলেন, গত বৃহস্পতিবার রবি সাধূর মামার বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন ভাইয়ের গৃহবধূ মৃত্যুবরণ করেন। আজ তাদের শ্রাদ্ধ। তাই তাদের ভগবান যেন নিহতদের স্বর্গীয় করেন আমি সেই কামনা করছি।
মনির আরও বলেন,তিন বৌয়ের মধ্যে মনি রানী ঘোষ এর সাত বছরের শিশু পিয়াস ঘোষ সহ তাদের সকল প্রকার দায়িত্ব নিলাম। তাদের যে কোন প্রয়োজনে আমি পাশে থাকব।
এসময় উপস্থিত ছিলেন, সাবেক প্যানেল মেয়র ও ১৩,১৪ ও ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর শারমিন হাবিব বিন্নি, দুর্গাপূজা কমিটির অমল ঘোষ, দীলিপ কুমার দাস, লিটন ঘোষ, নিত্য ঘোষ, সত্য ঘোষ রাকিবুল হাসান রাকিব, মিঠু ঘোষ, রাজু ঘোষ প্রমুখ।
প্রসঙ্গত গত বৃহস্পতিবার( ৯ জুন) দুপুরে দেওভোগ আখড়াস্থ রবি সাধূর বাড়িতে ৫ ভাইয়ের মধ্য বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন ভাইয়ের গৃহবধূ মৃত্যুবরণ করেন রঞ্জিত ঘোষ এ স্ত্রী বিমলা রানী ঘোষ(৫৫), নিখিল ঘোষ এর স্ত্রী বাসন্তী রানী ঘোষ (৪২), দীপক ঘোষ এর স্ত্রী মনি রানী ঘোষ(৩৮)।