1. [email protected] : admin :
  2. [email protected] : Narayanaganj Press : Narayanaganj Press
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৯:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
অবশেষে পাভেল হ/ত্যা মামলার প্রধান আসামি বাবু গ্রেফপ্তার ওসমান পরিবার দেশের বাইরে থেকেও শত শত কোটি টাকা পাচ্ছে :  মঈন উদ্দিন ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ সোনারগাঁয়ে ৫০০ বছরের পুরোনো ‘বউ মেলা’ বর্ণাঢ্য আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন জাকির খানের সুস্বাস্থ্য কামনা করে দোয়া পড়ালেন পোশাক প্রস্তুতকারক মালিক সমিতির নেতৃবৃন্দ সিরাজ’র উদ্যোগে জেলা বিএনপি মামুন ও মিঠুর নেতৃত্বে জাকির খানকে শুভেচ্ছা জাকির খানকে শুভেচ্ছা জানিয়েছেন জেলা শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দরা জাকির খানকে ফুলের শুভেচ্ছা ও কুশল বিনিময় করলেন বন্দর থানা প্রজন্মদল মুক্তি পেলেন সাবেক ছাত্রদল নেতা জাকির খান, উচ্ছ্বাসিত নেতাকর্মীরা

কাশিপুরে’বোমা হামলায় শহীদ ভাষানীর শাহাদাৎ বার্ষিকীতে মিলাদ ও দোয়া

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
  • ৩৭৮ Time View

নারায়ণগঞ্জ চাষাড়াস্থ ২০০১ সালে ১৬ জুন আওয়ামীলীগ অফিসে বর্বরোচিত বোমা হামলায় নিহত ফতুল্লা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি ও থানা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহীদ দেলোয়ার হোসেন ভাষানী সহ ২১ তম শাহাদাৎ বার্ষিকীতে উপলক্ষে সকল শহীদের স্মরণে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ( ১৬ জুন ) দুপুরে কাশীপুর ফরাজিকান্দা শহীদ দেলোয়ার হোসেন ভাষানী স্মৃতি সংসদ প্রাঙ্গণে নারায়ণগঞ্জ জেলা মুক্তিযুদ্ধ প্রজন্ম সংসদ সাধারণ সম্পাদক ও কাশিপুর উইনিয়ন আওয়ামীলীগ নেতা জে আর রাসেল, সাবেক ছাত্রলীগ নেতা সবুজ,আরান, মাহাবুব, নূরুল আমিন ও মুক্তার সরর্দার এর উদ্যোগে এ স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বাবু চন্দন শীল বলেন, বর্তমানের রাজনীতি যতটা সহজ আগের রাজনীতি ততটা সহজ ছিলনা ঐসময়ের প্রেক্ষাপট বিন্ন ছিল। সেই সময় আওয়ামীলীগে জন্য ভাষানী ভূমিকা ছিল ভালো। ৭৫ এর পরে বঙ্গবন্ধুর নামে অনেক অপপ্রচার করা হত। তখন বঙ্গবন্ধুর ছবি দিতে গেলে ঘষে ঘষে উঠিয়ে ফেলতো নয়তোবা কালি দিয়ে রাখা হত। শহীদ দেলোয়ার হোসেন ভাষানীর মত আদর্শ রাজনীতি করতো এবং সে অনেক পরিশ্রমীক লোক ছিল। আজ শহীদ ভাষানীর স্মৃতিকে ধরে রেখেছেন আপনারা। একটা গুলি করলে সোজা গিয়ে লাগে। আর ১৬ জনু যে বোমা নিহত, আহত হয়েছি তা এলোমেলো গিয়ে লাগে শরিরের লেগেছে। কেহ বলেন নাই আমি বাচবো সাড়াজীবনের জন্য পঙ্গু হয়ে থাকারচেও মৃত্যু অনেক ভালো ছিল।
তিনি আরো ববলেন, এই বোমা হামলাটা চালানো হয়েছিল ২০০১ সসালের নির্বাচনকে কেন্দ্র করে। ভয়াবহ বোমা হামলার চালিয়ে হত্যাকান্ডের মাধ্যমে তারা আমাদের কে ভয় দেখাতে চেয়েছিল। এমামলার বাদী খোকন সাহা। তখন তারা বাদী সহ অনেকের বিরুদ্ধে আসামী করে মামলা দায়ের করেছে। তাই এ হামলার  বিচার কার্যক্রমে ২১ টি বছর লেগেছে। তা অচিরেই আমরা এহামলা ও হত্যাকান্ডের বিচার পাব।

স্থানিয় নেতারা বলেন, এ হামলার ঘটনার এতোদিন হয়েগেলো আমরা বিচার দেখলাম না। এবং যারা নিহত হয়েছে তাদের পরিবারের সন্তানরা কি অবস্থায় আছে আমাদের এমপি মহদয়ের খোজ খবর রাখার দরকার ছিল। এবং যারা এঘটনার সাথে জড়িত তাদের দ্রুত্ব বিচারের কাঠগড়ায় দার করানোর বাদী জানাই।
এসময় দেলোয়ার হোসেন ভাষানীর ছেলে আদর ও ইমতিয়াজ হোসেন আরান এ হত্যাকান্ডের বিচার দাবী করেন এবং সকলের কাছে তার বাবা সহ সকল শহীদের প্রতি দোয়া চাওয়া হয়।

স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানের কাশিপুর ইউনিয়ন ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নুরুল আমিন এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, কাশিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ সাত্তার,সদস্য  ও ৫নং ওয়ার্ড মেম্বার হাবিকুর রহমান হাবিব,হাজী সলিম মোল্লা, মিজানুর রহমান সবুজ,হাজী সিরাজুল ইসলাম মুন্সি,হাজী নুরানী ফরাজি,আলী আক্কাছ সরদার,আমিনুল ইসলাম মাহবুব, সদস্য শহীদ দেলোয়ার হোসেন ভাষানী স্মৃতি সংসদের সদস্য শাহ্ নিয়াজুল ইসলাম নাঈম,মুক্তিযুদ্ধ প্রজন্ম সংসদের নেতা আদিম খান, রনি ঘোষ, হাবিবুর রহমান হাবিব,ছাত্রলীগ নেতা রিয়াজ উদ্দিন কবির,নোমান,রিয়াদ হোসেন লিটন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© ২০২৩ | সকল স্বত্ব  নারায়ণগঞ্জ প্রেস কর্তৃক সংরক্ষিত
Designed by RIAZUL