চট্রগ্রাম আহলা দরবার শরীফের সাজ্জাদানশীন হুজুর কেবলা হযরত মাওলানা সৈয়দ আবু জাফর মো.সেহাব উদ্দিন খালেদ আল কাদেরী আল চিশতী (রঃ) এর সাহজাদা সৈয়দ আবরার ইবনে সেহাব এর নির্দেশক্রমে আঞ্জুমানে আসাদিয়া নূরীয়া সেহাবিয়া ডিয়ারা, শহিদনগর ও গোগনগর ইউনিয়ন আঞ্চলিক শাখার উদ্যোগে ভারতের বিজেপি সরকারে মুখপাত্র নূপুর শর্মা ও নবিন কুমার জিন্দাল কতৃক মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) ও মা আয়েশা (রাঃ) নিয়ে কটুক্তির বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ জুন ) বাদ জুম’আ নামাজের পর গোগনগর ব্রিজ সংলগ্নে দুধবাজার’ ডিয়ারা, শহিদনগর ও গোগনগরসহ বিভিন্ন মসজিদের মুসল্লিদের নিয়ে বিশাল এ সমাবেস অনুষ্ঠিত হয়।
লাব্বাইক ইয়া রাসুল আল্লাহ বলে নবীর দুশমনদের সাবধান করে বক্তারা বলেন, আজকের আমরা এ জায়গায় জমায়েত হয়েছি কোন কিছুর জন্য নয়। আজকে আলেমরা ঘরে বসে থাকছে না। নবীর প্রেমে আমরা সাড়া দুনিয়ার সকল মুসলমানেরা জমায়েত হয়েছি নবীর প্রেমে জান দিতে। মোমতাজ কাদেরি নবীর প্রেমে জানদিয়েছে বলে তার জায়নামাযে হাজার হাজার মানুষ হয়েছে। তাহলে আমরাও আমাদের নবীর প্রেমে জান দিব। যারা নবীর বিরুদ্ধে কথা বলে তাদের জন্মের ও বংশের ঠিক নাই।
তারা আরও বলেন, আমরা কোন খাদ্যদ্রব্য বা কোন রাজনৈতিক বিষয় নিয়ে আমরা সমাবেশ করছিনা। ভারতের বিজেপি সরকারে মুখপাত্র নূপুর শর্মা ও নবিন কুমার জিন্দাল এর ফাঁসি চাই আমরা। তাই আমাদের সরকারের কাছে আমরা দাবী জানাচ্ছি ঐ কুলাঙ্গারদের যেন ফাঁসি দেওয়া হয়।
সমাবেসে বক্তব্য রাখেন, মুফতি সাইফুল ইসলাম খাঁন, মুফতি সফিকুল ইসলাম, মুফতি কাশেম রেজা, মুফতি সাহাবুদ্দিন ভূইয়া, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা আঃ রব সেহাবী, আঞ্জুমান কমিটির নাসিক ১৮নং ওয়ার্ড মো.কবির হোসাইন, মো. আমির হোসেন মেরাজ, ইমতিয়াজ আলম প্রমুখ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, আঞ্জুমানের সভাপতি গিয়াস উদ্দিন আহম্মেদ,আক্তারুজ্জামান রতন মাদবর, খালেক মাদবর, সালাউদ্দিন বেপাড়ি, আঃ রহিম, আবুল হোসেন সিকদার, জহিরুল ইসলাম, জাকির ব্যাপারী, রনি, হিমেল, নান্নু খন্দকার, বাবু, মিঠু, মাসুদ, রানা সিফাত, আবুল ব্যাপারী, মামুন ব্যাপারী, মুনসুর, রাসেল,সেলিম, রোবেল মোল্লা সহ নলুয়া ও শীতলক্ষ্যা বিভিন্ন জায়গার নেতৃবৃন্দগন।