জাতীয় পার্টির নব গঠিত নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কমিটিকে ফুলের শুভেচ্ছা জানিয়েছে রূপগঞ্জ, আড়াইহাজার, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ সদর উপজেলা গোগনগর ও আলীরটেক ইউনিয়নের নেতৃবৃন্দরা।
বুধবার (২২ জুন) বিকেলে চাষাড়া রাইফেল ক্লাবে নব গঠিত কমিটির নেতৃবৃন্দকে এ ফুলেল শুভেচ্ছা নিবেদন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি সানাউল্লাহ সানু, সাধারন সম্পাদক আবু নাঈম ইকবাল, মহানগর জাতীয় পার্টির সভাপতি মোদাস্সিরুল হক দুলাল, সাধারন সম্পাদক আফজাল হোসেন, সিনিয়র সহ সভাপতি আজিজুর রহমান বাদল, সহ সভাপতি একেএম আবু কালাম, মোঃ সাঈদ চৌধুরী, নারায়ণগঞ্জ জেলা জাতীয় যুব সংহতির সভাপতি রিপন ভাওয়াল সহ অন্যান্য নেতৃবৃন্দ।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দরে শুভেচ্ছা নিবেদনকালে উপস্থিত ছিলেন রুপগঞ্জ উপজেলা জাতীয় পার্টির auuসভাপতি মীর আনোয়ার হোমেন, যুগ্ম সাধারন সম্পাদক খোকন, আড়াইহাজার উপজেলা জাতীয় পার্টির সভাপতি এড. হান্নান, আড়াইহাজার উপজেলা যুব সংহতির সাধারন সম্পাদক সেলিম, নারায়ণগঞ্জ সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক প্রধান, সাধারন সম্পাদক ইকবাল, সদর উপজেলা যুব সংহতির আহ্বায়ক আনোয়ার হোসেন, লিয়াকত বেপারী, আলীরটেক ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আবদুল কাদির, সাধারন সম্পাদক খবিরউদ্দিন খবু, গোগনগর ইউনিয়ন সভাপতি মোক্তার হোসেন, সাধারন সম্পাদক মকবুল সওদাগর সহ অন্যান্য নেতৃবৃন্দ।