আওয়ামীলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষীকী উপলক্ষে নারায়ণগঞ্জ সোনারগাঁ আওয়ামীলীগ কর্মীশূন্যতা নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুন ) সকাল ১১টায় সোনারগাঁ উপজেলা অডিটরিয়ামে আওয়ামীলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষীকী আয়োজন করেন উপজেলা আওয়ামীলীগ।
মঞ্চস্থ অনুষ্ঠানের আয়োজক ও নেতাদের উপস্থিতি থাকলেও কর্মীদের আসনে দেখা গিয়েছে কর্মীশূন্য!বা পড়ে রয়েছে অসংখ্য খালি চেয়ার।
এসময় খালি চেয়ার পড়ে থাকতে দেখায় তৃনমূল নেতা কর্মীদেরও মাঝে অনেকটা ক্ষোভ দেখা গিয়েছে।
আওয়ামী লীগের আহবায়ক এডভোকেট সামসুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের দ্বিতীয় আহবায়ক ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুম , উপজেলা আহবায়ক কমিটির সদস্য ও সাবেক জেলা পরিষদ সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম , আহবায়ক কমিটির সদস্য গাজী মুজিবর রহমান , আহবায়ক কমিটির সদস্য নাসরিন সুলতানা ঝরা , এডভোকেট ফজলে রাব্বি , উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নুসহ উপজেলা আওয়ামী লীগের অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন ।
নিরাপত্তার সার্থে নাম প্রকাশের অনুচ্ছুক অনেক সমালোচন করেন, সোনারগাঁ উপজেলায় অনেক বড় বড় নেতা সভা মঞ্চে উপস্থিতি থাকা সত্তেও মূলদলের আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষীকীতে তারা কেনো কর্মী সমর্থকের শূন্যতা দেখা যাবে।
তারা আরও সমালোচনা করেন, যেখানে বিতর্কিত নান্নু আছে সেখানে থাকবে কি করে! এছাড়াও কিছু বিতর্কিত নেতাদের দিয়ে সংগঠন চালালে এমনতো হবারই কথা। জেলা আওয়ামীলীগ ও যুবলীগ তারা কি দেখেনা তাদের কারনে কি কি ঘটে চলছে। তাদের দেখা উচিত ছিল এবং যাদের কর্মী সমর্থক নেই শন্যের কোঠায় তাদের দিয়ে দলের বড় কিছু আশা করা যায় না। এছাড়া উপজেলা আওয়ামী লীগের প্রথম যুগ্ম আহবায়ক ও সাবেক সাংসদ কায়সার হাসনাত অসুস্থতা না থাকতো তাহলে দেখা যেতো কত কর্মী সমর্থক হত।
এছাড়া তারা মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচনকে নিয়েও অনেক কথা বলেন।
এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সোনারগাঁয়ের এক ফেসবু ব্যবহারকারীর আইডিতে এছবিগুলা অনেকটা ভাইরাল হলেও ঐ আইডিতে কমেন্টে প্রতিষ্ঠা বার্ষীকীতে শুভকামনা করেন অনেকে অপর দিকে কমেন্টের মন্তব্য হুবহুব তুলে ধরা হলো-কথা সত্য কিন্তু সোনারগাঁ এতো আওয়ামীলীগ নেতা কর্মী তারপরেও মাঠ ফাকা হায়রে আফসস আসলেই কায়সার ভাইয়ের বিকল্প আর কেও হতে পারবে না–। এতো বড় বড় নেতারাও–৫০/৬০টা চেয়ারের মানুষ আনতে পারলো না???? খুবই দুঃখজনক (ব্যক্তি অনুষ্ঠান হইলে ঠিকই মাঠ ভরতো)। পিছনের চেয়ার সব ফাকা দেখায়ই যায়। আরেক জন কমেন্টেস করেছে পিছনের ছবি কারা পোস্ট করে জানো??
সংবাদটি লেখা পর্যন্ত ৪২ লাইক ১৯টি কমেন্টেস ও ২টি শেয়ার হয়েছে।