বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা ও মহানগর আওয়ামীলীগ কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।
বৃহস্পতিবার (২৩ জুন) সকালে শহরের ২নং রেলগেট এলাকায় অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এই শ্রদ্ধা জানানো হয়।
এসময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন আইভীর সাথে জেলা আওয়ামীলীগের নেতাকর্মীরাও। পরে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীসহ দলটির অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও শ্রদ্ধা নিবেদন করেন।