‘নারায়ণগঞ্জ ঘটে ইজারাদার রাসেলের নির্দেশে অতিরিক্ত টোল আদায়’ এবং ‘সংবাদ প্রকাশের পরও থেমে নেই লেবার হ্যান্ডিলিং ইজারাদার রাসেল ও সাইফুল গংদের চাঁদাবাজি’ এই শিরোনামে গত ৫ ও ৬ জুলাই প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন শান্ত রহমান।
শান্ত রহমান এক বিবৃতির মাধ্যমে প্রতিবাদ জানিয়ে বলেন, নারায়ণগঞ্জে বিভিন্ন জনপ্রিয় পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালে নাঃগঞ্জ ঘটে ইজারাদার রাসেলের নির্দেশে অতিরিক্ত টোল আদায়’ এবং ‘সংবাদ প্রকাশের পরও থেমে নেই লেবার হ্যান্ডিলিং ইজারাদার রাসেল ও সাইফুল গংদের চাঁদাবাজি’ শিরোনামে নিউজ পরিবেশিত হয়। উক্ত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়।
আমি এই ইজারার সাথে সম্পৃক্ত না। তারপরেও আমাকে এই ঘটনায় সম্পৃক্ত করে আমাকে নিয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে। ঐ সংবাদে আমার কোথাও আমার কোন নাম উল্লেখ্য নেই। গত দুই দিনধরে আমার ছবি ব্যবহার করে যে সংবাদটি প্রকাশিত হয়েছে সে সংবাদটি মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, মগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত। একটি কুচক্রী মহল আমাকে সামাজিকভাবে হেয় প্রতিবন্ধকতা ও আমার সম্মানহানি করতে প্রতিবেদককে দিয়ে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ ও প্রচার করেছে। প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।