বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে পুলিশি বাধা উপক্ষা করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নারায়ণগঞ্জ মহানগর যুবদল।
মঙ্গলবার (১৯ জুলাই) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুপুর ১২ টায় নগরীর খানপুর হাসপাতালের সামনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এদিকে বিক্ষোভ মিছিল ও সমাবশে সফল করতে মহানগর আওতাধীন বিভিন্ন ইউনিটের যুবদল নেতাকর্মীরা হাসপাতাল সংলগ্ন এলাকায় জড়ো হতে শুরু করে।
পরে বেলা ১২ টায় মহানগর যুবদল আহবায়ক মমতাজ উদ্দিন মন্তু ও সদস্য সচিব মনিরুল ইসলাম সজলের নেতৃত্বে নেতাকর্মীরা হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে মিছিল নিয়ে বের হতে চাইলে সদর থানা পুলিশ তাদের বাধা প্রদান করে।
এ সময় উপস্থিত নেতদাকর্মীরা পুলিশি বাধা উপক্ষো করে বিক্ষোভ মিছিল নিয়ে প্রধান সড়কে নেমে আসে।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মন্তু বলেন, বর্তমান অবৈধ সরকার বিএনপির জনসমর্থনে ঈর্ষান্বিত হয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি করছে। এই অবৈধ সরকার তারেক রহমানকে দেশে আসতে বাধা সৃষ্টি করছে। কিন্তু বিদেশের মাটিতে থেকেও তারকে রহমান এদেশের আপামোর জনতার হৃদয়ে স্থান করে নিয়েছে।
আওয়ামী লীগ নেতা মান্নাফীর তারেক রহমানকে নিয়ে যে কটূক্তি করেছে, তা অনতি বিলম্বে প্রত্যাহার করে নিতে হবে। সেই সাথে এই বক্তব্যের জন্য তারেক রহমান সহ দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে। নতুবা জনগনের কাঠগড়ায় এর বিচার করবো ইনশাল্লাহ।
সদস্য সচিব মনিরুল ইসলাম সজল বলেন, জনবিচ্ছিন্ন রাতের ভোটচোর সরকার জানে তারেক রহমান দেশে ফিরে আসলে তাদের পায়ের নিচে মাটি থাকবে না। তাই তো আওয়ামীলীগ ঘোলাপানিতে মাছ শিকার করতে চাইছে। তাদের বিদায়ের ঘন্টা বাজতে শুরু করেছে, এখন শুধু সময়ের ব্যাপার।
আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে মান্নাফীর কটূক্তির তীব্রনিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে এই বক্তব্যের জন্য তারেক রহমান সহ দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের যুগ্ম-আহবায়ক মোয়াজ্জেম হোসেন মন্টি, সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান, মহানগর যুবদল নেতা আলী ইমরান শামীম, আরমান, মঞ্জুরুল আলম মুছা, শেখ মোহাম্মদ অপু, মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রাফি উদ্দিন রিয়াদ, শাহীন আহম্মেদ, নাজিম পারভেজ অন্তু‘, কামরুল হাসান মাসুদ, আরিফ খান, মিনহাজ মিঠু, কালু, ইব্রাহীম, রমজান, মানিক বেপারী, আরাফাত, এ এইচ সৌরভ, সাগর, সোহান, নুরে এলাহী সোহাগ, শহীদুল্লাহ মুকুল, সাইদুজ্জামান শহীদ, ইব্রাহিম, তরিকুল ইসলাম, নুরুজ্জামান, নবু হোসেন সহবিভিন্ন নেতৃবৃন্দ।