1. [email protected] : admin :
  2. [email protected] : Narayanaganj Press : Narayanaganj Press
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:২৮ পূর্বাহ্ন

উত্তপ্ত সোনারগাঁ আ, লীগ মাসুমের বিরুদ্ধে কেন্দ্রে অভিযোগ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ জুলাই, ২০২২
  • ১৮০ Time View

সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ এর আহবায়ক কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান মাসুমের বিরুদ্ধে কেন্দ্রে অভিযোগ জানিয়েছেন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের নৌকার পরাজিত চেয়ারম্যান প্রার্থী হাজী শাহ মোঃ সোহাগ রনি। গত সোমবার স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গাজী মাজবাউল হোসেন বাচ্চু বরাবর এ অভিযোগ দেন তিনি। সেখানে মাসুমকে স্বেচ্ছাসেবক লীগের কোন কমিটিতে না রাখার দাবি জানান রনি।

অভিযোগে রনি লিখেন, অষ্টমধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোগরাপাড়া থেকে নৌকার প্রার্থী হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনীত করেন। প্রতীক নিশ্চিত হওয়ার পর আমি গত ১৫ মে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ এর আহŸায়ক কমিটি ও সিনিয়র সকল নেতৃবৃন্দের সাথে দেখা করি এবং ফোন কলের সবার কাছে দোয়া নেই। সকল নেত্রীবৃন্দকে আহবান জানাই নৌকার পক্ষে নির্বাচন পরিচালনা করার জন্য। কিন্তু তার মধ্যে কিছু নেতা ব্যক্তি স্বার্থের রাজনীতি কারনে নৌকার বিপক্ষে গিয়ে স্বতন্ত্র প্রার্থীর (আনারস মার্কার) নির্বাচন করে।

প্রকাশ্যে নৌকার বিরুদ্ধে যারা ভোট চেয়েছে, তাদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের আহŸায়ক কমিটির সদয়ায় মোস্তাফিজুর রহমান মাসুম অন্যতম। নির্বাচনের আগে বিভিন্ন মসজিদে গিয়ে নামাজের সময় বক্তব্য রেখে প্রকাশ্যে নৌকার বিরুদ্ধে ভোট চেয়েছে। যার অভিও ক্লিপ ভাইরাল হয়েছে।উল্লেখ্য যে, মোস্তাফিজুর রহমান মাসুম এর আপন বড় ভাই মাহফুজুর রহমান কালাম বাংলাদেশ আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত। সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান নির্বাচনে আ’লীগ প্রার্থীর বিরুদ্ধে গিয়ে তিনবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন। এবং স্বতন্ত্র প্রার্থীর সমন্বয়কারী হিসেবে কাজ করেছে।

মোগরাপাড়া ইউনিয়ন এর নির্বাচনের আগে ও পরে তার ব্যক্তিগত সন্ত্রাসী বাহিনী নিয়ে নৌকার বিরোধিতা করেছে। নৌকার ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করেছে, ঘরবাড়ি ভাংচুর, লুটপাট করেছে, কর্মীদের মারধর করেছে, রাস্তা ঘাটে হামলা করেছে। সে ব্যক্তিগতভাবে একজন চাঁদাবাজ, ভ‚মিদস্যু, মাদক ব্যবসায়ীদের লিডার, এছাড়াও পুলিশের গায়ে হাত তোলার কারণে সরকারবাদি মামলা সহ তার নামে একধিক মামলা রয়েছে। এ সকল তথ্য গোয়েন্দা সংস্থা ও বিভিন্ন পত্র পত্রিকায় বিস্তারিত বিদ্যমান। এমতাবস্থ্যায় জানতে পারি মোস্তাফিজুর রহমান মাসুম নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবক লীগ এর কমিটিতে পোষ্ট পাওয়ার জন্য বিভিন্ন ভাবে তদবির করছে।অতএব, নৌকা বিরোধী মোস্তাফিজুর রহমান মাসুমকে যেনো বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগ সংগঠনের কোন কার্যক্রমে সংযুক্ত না করা হয় সে জন্য আপনার কাছে বিশেষভাবে অনুরোধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© ২০২৩ | সকল স্বত্ব  নারায়ণগঞ্জ প্রেস কর্তৃক সংরক্ষিত
Designed by RIAZUL