ভোলায় পুলিশের গুলিতে নিহত সেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম এবং ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলম কে হত্যার প্রতিবাদে গতকাল শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রিয় কমিটির ডাকা বিক্ষোভ সমাবেশে যোগ দিয়েছে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল। জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি আরিফুর রহমান মানিক ও সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সজীবের নেতৃত্বে বিশাল মিছিল সমাবেশে যোগ দেয়।
সকাল থেকেই ছাত্রদল নেতাকর্মীরা পল্টনের আশপাশে জড়ো হতে শুরু করে। এরপর মানিক- সজীবের নেতৃত্বে মিছিল সহকালে সমাবেশে যোগ দেয়।
নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি আরিফুর রহমান মানিক বলেন, পুলিশ নির্বিচারে গুলি করে বিএনপি নেতাকর্মীদের উপর দমন-নিপিড়ন চালাচ্ছে। ভোলাতে আমরা আমাদের দু’ভাইকে হারিয়েছি। ভাই হারানোর শোক আমরা ভুলতে পারবো না। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশের অপেক্ষায় আছি। যেদিন নির্দেশনা আসবে রাজপথে নামার, সেদিন আর ঘরে ফিরে যাবো না। নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের প্রতিটি নেতাকর্মী রাজপথে থেকে আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদী এই সরকারকে হঁটিয়ে তবে ঘরে ফিরবে।