নারায়ণগঞ্জের কুমুদিনীতে পাটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার (৬ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
জানা যায়, কুমুদিনীর ভেতরের ৬ নং গোডাউনে আগুন লেগে যায়। প্রাথমিকভাবে কিভাবে আগুনের সুত্রপাত তা জানা যায়নি। আগুনে গোডাউনে থাকা পাট ভস্মীভূত হয়। গোডাউনে পাট ব্যবসায়ী বসু বাবুর পাট মজুদ ছিল বলে জানা গেছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, আগুনের খবরে আমরা দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনি। কিছু পাট পুড়েছে। সুত্রপাত ও ক্ষয়ক্ষতি এখনি বলা যাচ্ছেনা।