জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ঘটনার পরে নারায়ণগঞ্জ শহরের প্রধান সড়কগুলোতে যানবাহনের সেই চিরচেনা চাপ দেখা যায়নি। সড়কে কমেছে যাত্রীবাহী বাস, লেগুনা, প্রাইভেটকার, মাইক্রোবাস, বাইকের সংখ্যা।
রোববার (৬ আগস্ট) শহরের বঙ্গবন্ধু সড়ক, চাষাঢ়া, ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোড এলাকা ঘুরে এ দৃশ্য দেখা গেছে।
গাড়ির চালকরা জানান, তেলের দাম হঠাৎ অনেক বেড়ে গেছে। এখনও যানবাহনের ভাড়া নির্ধারিত হয়নি। তাই অনেকেই গাড়ি নিয়ে বের হয়নি। এ কারণেই সড়কে গাড়ির চাপ আজকে একটু কম।
বাইক চালক ইবনে হাসান জানান, তেলের দাম বাড়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে। রাত থেকেই পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ লাইন ছিল। অনেকেই তেলের দাম বাড়ায় বিকল্প যানবাহন ব্যাবহার করছে।
এদিকে রাস্তায় যানবাহনের পরিমাণ কম হওয়ায় যাত্রীদেরও ভোগান্তি পোহাতে হয়েছে। সাধারণ যাত্রীরা জানান, জ্বালানি তেলের দাম বেড়েছে। এখন আবারও বাসের ভাড়া বাড়বে। বিভিন্ন পন্যের দামও বেড়ে যাবে। ইতোমধ্যে সকাল থেকে অধিক ভাড়া নিয়ে চলছে বাস।