পুলিশের গুলিতে ছাত্রদল ও যুবদল নেতা হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় ছাত্রদলের সমাবেশে প্রতীকী লাশসহ মিছিলে নিয়ে অংশগ্রহণ করেছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।
শনিবার (৬ আগস্ট) ঢাকায় নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে এ সমাবেশ করা হয়।
জানা যায়, দলীয় ভাই হত্যার প্রতিবাদ করতে এই সমাবেশে প্রতীকী লাশ নিয়ে মিছিল করে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।
এতে আড়াইহাজার থাকা ছাত্রদলের আহবায়ক জোবায়ের রহমা জিকুর নেতৃত্বে উপস্থিত ছিলেন থানা ও জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।