বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য এবং সাবেক স্বরাষ্ট্র ও বস্ত্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরী’র ১০তম শাহাদাত বার্ষিকী এবং পুলিশের গুলিতে নিহত ভোলা জেলা ছাত্রদল সভাপতি নূরে আলম ও নিহত স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন করে মহানগর বিএনপি।
শনিবার (৬ আগস্ট) বিকেল ৪ টায় কালিবাজারস্থ মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই আয়োজন করা হয়।
এ মিলাদ ও দোয়া পরিচালনা করেন মহানগর ওলামা দলের সভাপতি হাফেজ সিব্বির আহম্মেদ। মিলাদ ও দোয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো ও প্রয়াত বিএনপি নেতা মতিন চৌধুরী, ভোলায় নিহত স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম, ছাত্রদলের সভাপতি নূরে আলমের রুহের মাগফেরাত কামনা করা হয়। সেই সাথে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ এ্যাড. আবুল কালামের সুস্থতা কামনা করা হয়।
মহানগর বিএনপির সহ-সভাপতি এ্যাড. মো: জাকির হোসেনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এ্যাড. আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় এ মিলাদ ও দোয়ায় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজী আব্দুস সবুর খান সেন্টু, সহ-সভাপতি হাজী নুরুউদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন আনু, যোগাযোগ বিষয়ক সম্পাদক বরকত উল্লাহ,
স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা.মুজিবুর রহমান, সহ-দপ্তর বিষয়ক সম্পাদক মাহমুদ, সহ-পরিবেশ বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম বাবু, সহ-আইন বিষয়ক সম্পাদক এ্যাড. সুমন মিয়া,মহানগর যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ, মানিক বেপারী, আলী হোসেন, ২২নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহমেদ, মহানগর শ্রমিক দলের আহবায়ক এস এম আসলাম, যুগ্ম-আহবায়ক মনির মল্লিক, লিটন, ফজলুল হক, জুয়েল, সাবেক সদস্য সচিব আলী আজগর, মহানগর হর্কাস শ্রমিক দলের সভাপতি সাজাহান,মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোস্তাক আহম্মেদ, প্রচার সম্পাদক দুলাল হোসেন, সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক আব্দুর রশিদ হাওলাদার,মহানগর বিএনপি নেতা হারুন শেখ, শওকত আলী লিটন, ফেরদৌসুর রহমান, জাহাঙ্গীর মিয়াজী, সাফী সহ অন্যান নেতৃবৃন্দ।