নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ৫০০ গ্রাম হেরোইনসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। যার বাজার মূল্য ৫০ লক্ষ টাকা।
রবিবার (৭ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১০।
আটককৃত ব্যক্তি হলেন, মোছাঃ সাহেদা খাতুন (৫০)।
এর আগে (৪ আগষ্ট) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ঝালকুড়ি এলাকায় একটি অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, আটক সাহেদা খাতুন অভিনব কায়দায় চিপসের ও চায়ের পাতার প্যাকেটে করে হেরোইন নিয়ে নারায়ণগঞ্জ সহ এর আশেপাশে এলাকায় ক্রয় বিক্রয় করে আসছিল।
আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানায় র্যাব।