নারায়ণগঞ্জের ফতুল্লায় যৌতুকের দাবীতে স্ত্রীকে নির্যাতনের ঘটনায় আদালতে দায়েরকৃত মামলায় ঢাকা জজ কোর্টের আইনজীবী রাশেদুল আলমকে (৩২) গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
রোববার (৭ আগস্ট) তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত রাশেদুল আলম ফতুল্লা মডেল থানার পাগলা পূর্ব মুসলিম পাড়ার এমএ হাফিজ আহম্মেদের পুত্র।
জানা যায়, ২০১৮ সালের ১১ মে পারিবারিক ভাবে ফতুল্লা চৌধুরী বাড়ীর উজ্জল চৌধুরীর মেয়ে উর্মি চৌধুরীর সাথে বিয়ে হয় রাশেদুল আলমের। তাদের আড়াই বছরের একটি ছেলে সন্তান রয়েছে। বিয়ের এক বছর যেতে না যেতেই গত দুই বৎসর যাবৎ ১০ লাখ টাকা যৌতুকের জন্য স্ত্রী উর্মিকে নির্যাতন করে আসছিলো সে। এর মধ্যে বাদীর পরিবার থেকে তিন লাখ টাকাও দেয়া হয় রাশেদুলকে। তিন লাখ প্রদানের পর কিছুদিন নির্যাতন বন্ধ রেখে পরে আবার নির্যাতন করে আসছিলো। গত এক বছর পূর্বে যৌতুকের টাকার জন্য ছেলে সন্তান সহ বাদীকে বাসা থেকে বের করে দেয় রাশেদুল।
ফতুল্লা মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সিরাজ মাতাব্বুর জানায়, গ্রেফতারকৃতের স্ত্রী নারায়ণগঞ্জ চিফ জুডিশিশাল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। সেই মামলার গ্রেফতারী পরোয়ানা থানায় এলে তাকে রোববার সকালে নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়।