নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন শহরের নিতাইগঞ্জ ডাইল পট্টি এলাকায় আদালতের নিষেধাজ্ঞা জারি থাকা সত্বেও জোরপূর্বক দখলের পায় তারা করে মুক্তিযোদ্ধা কল্যান ট্রাষ্ট।
বুধবার (১০ আগষ্ট) সকাল ৯ টায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যান ট্রাষ্টের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ড. মোঃ আমিনুল ইসলাম অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন।
এ সময় মডেল থানা পুলিশ উপস্থিত ছিল।
ব্যবসায়ীরা অভিযান বন্ধ রাখার অনুরোধ জানালে তা উপেক্ষা করে অভিযান চালাতে গেলে বিক্ষুদ্ধ হয়ে উঠে ব্যবসায়ী সহ লেবাররা।
ব্যবসায়ীদের পক্ষে মামলার বাদী মোঃ ফারুক হোসেন রিপন বলেন,আমরা সুপ্রীম কোর্টে আপিল নং ১৫ দায়ের করি।বিজ্ঞ বিচারক এম ইনায়েতুর রহিম ৮ সপ্তাহের জন্য নিষেধাজ্ঞা জারি করেন।সে কাগজপত্র না দেখে অভিযান পরিচালনা করতে চান।পরে ম্যাজিষ্ট্রেট দুপক্ষের কাগজ দেখে অভিযান স্থগিত করেন।আগামী বৃহস্পতিবার ব্যবসায়ীদের সকল কাগজপত্র নিয়ে কল্যান ট্রাষ্টে আসার নির্দেশ দেন।
ব্যবসায়ী ফারুক হোসেন রিপন বলেন,কোর্টের আদেশ কে বায়লট করে তারা অবৈধ পন্থায় উচ্ছেদ করতে আসে।আমরা কাগজপত্র দেখতে চাইলে তারা দেখায়নি।পরে অভিযানে আসা টিম ব্যবসায়ীদের সাথে বৈঠকে বসে।