নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান ও জেলা কমিউনিটি পুলিশের উপদেষ্টা সালমা ওসমান লিপি বলেছেন, মানুষ মানুষের জন্য। আপনারা দোয়া করবেন যতদিন বেঁচে আছি আমরা যেন এ ধরনের ভাল কাজ মানব কল্যাণে আরও করে যেতে পারি । আমরা অসহায় মানুষের পাশে দাড়াতে পাড়ি। এ ধরনের ভাল কাজ আরো বাড়াতে পারি।
শনিবার (১৩ জুলাই) নারায়ণগঞ্জ সদর থানা কমিউনিটি পুলিশের উদ্যোগে আয়োজিত ফ্রী মেডিকেল ক্যাম্পে অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি আরও বলেন, যে কোন ধরনের সেবার জন্য যেন আমরা কাজ করতে পারি। আপনারা যারা এখানে অসুস্থ অবস্থায় এসেছেন আমি তাদের সুস্থতা কামনা করছি।
সদর থানা কমিউনিটি পুলিশের সভাপতি ও গোগনগর সমাজ উন্নয়ন সংসদে সাধারণ সম্পাদক ইদী আমীন ইব্রাহীম খলিল এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম, নারায়ণগঞ্জ সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) আনিচুর রহমান মোল্লা, জেল আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক অধ্যাপক ডাঃ আবু জাফর চৌধুরী বিরু, কমিউনিটি পলিশের সেক্রেটারি রোমান,মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল,কামরুল মেম্বার,মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি মো.জুয়েল হোসেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে বিশ্ববিদ্যালয় ডাক্তার বৃন্দগণ।