জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে গোগনগরে আওয়ামীলীগের সহযোগী অঙ্গসংগঠনের যুবলীগ নেতা আবু সাঈদ শিপলু ও রফিক প্রধানের উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ আগষ্ট ) দুপুরে গোগনগর তাজেক প্রধান স্কুল সংলগ্নে জাতীয় শোক দিবস উপলক্ষে যুবলীগ নেতা আবু সাঈদ শিপলু ও রফিক প্রধানের আয়োজনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও নারায়ণগঞ্জ সদর থানা আওয়ামীলীগের সভাপতি নাজির উদ্দিন আহম্মেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আবু হোসেন সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা এস এম মোসলেহ উদ্দিন মন্ডল, বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুল রাশেদ, গোগনগর ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবি এম আজহারুল ইসলাম, সমাজ সেবক মাহি চৌধুরী, গোগনগর ইউপি ১ নং ওয়ার্ড মেম্বার ইকবাল প্রধান বাপ্পি, গোগনগর ১নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আওলাদ হোসেন, গোগনগর ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মাসুদ রানা, সেক্রেটারি শান্তি মিয়া, ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বসির সিকদার ও সেক্রেটারি মোতালিব গাজী, যুবলীগ নেতা মিয়া সোহেল, আল মামুন, রতন মিয়া,জাহাঙ্গীর হোসেন, সালাম চৌঃ, মহিউদ্দিন মিয়া, আওয়ামীলীগের সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সহ বঙ্গবন্ধু কল্যাণ পরিষদ এর সদস্যরা উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদদের প্রতি আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন গোগনগর বড় মসজিদের ইমাম হাফেজ মাওলানা ইব্রাহিম। পরে রান্না করা খাবার বিতরন করা হয়।