জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে গোগনগর মসিনাবন্দ সমাজ উন্নয়ন সংসদের আয়োজনে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
সমবার (১৫ আগস্ট ) নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন গোগনগরে মসিনাবন্দ সমাজ উন্নয়ন সংসদের প্রাঙ্গণে
মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, মসিনাবন্দ সমাজ উন্নয়ন সংসদের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ও সদর থানা আওয়ামীলীগের সভাপতি নাজির উদ্দিন আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা আবু হোসেন সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা এস এম মোসলেহ উদ্দিন আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা হাজী রাশেদ, বীর মুক্তিযোদ্ধা শরিফ হোসেন, উপদেষ্টা মাহিউদ্দিন চৌধূরী, উপদেষ্টা জাহিদ হোসেন, উপদেষ্টা ওসমান গনী, অতিথি হিসেবে ছিলেন গোগনগর ইউপি আওয়ামীলীগের সেক্রেটারি এবি এম আজহারুল ইসলাম, মসিনাবন্দ সমাজ উন্নয়ন সংসদের ভারপ্রাপ্ত সভাপতি আতাউর রহমান রতন, সহ-সাধারণ সম্পাদক মো.ইমতিয়াজ আলম সাহাবুর, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, ক্রীড়া সম্পাদক আবু সাঈদ সিপলু, সদস্য জাহাঙ্গীর, মহিউদ্দিন আহম্মেদ, আব্দুল হাকিম, আনিসুর রহমান মন্ডল প্রমুখ।
বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদদের প্রতি আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন গোগনগর বড় মসজিদের ইমাম হাফেজ মাওলানা ইব্রাহিম। পরে রান্না করা খাবার বিতরন করা হয়।