জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর মুক্তিযুদ্ধ প্রজন্ম সংসদের আয়োজনে মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সমবার (১৫ আগস্ট ) বেলা সাড়ে ১১টায় চাষাড়া হক প্লাজা সংলগ্ন মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ জেলা মুক্তি যুদ্ধ প্রজন্ম সংসদ’র সভাপতি এইচ,এম রাসেল’র সভাপতিত্বে প্রধান অতিথি মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল বক্তব্যে বলেন,এ বাংলাদেশ বঙ্গবন্ধু’র ২০লক্ষ শহীদের বাংলাদেশ। আমার লজ্জা লাগে! একসময় বিএনপি জামাত ইসলাম ম্যাডাম খালেদা জিয়ার পায়ের নিচে পড়ে থাকতেন নূরা পাগলা। তোমরা মুক্তিযোদ্ধা সন্তানরা প্রস্তুত হও এই বাংলায় জীবিত থাকতে তারেক জিয়ার চামচা নূরাপাগলার ঠাই নাই।
এইচ এম রাসেল বলেন,বঙ্গবন্ধু না হলে শেখ হাসিনাকে পেতাম না। সমগ্র বাংলাদেশের জাতির পিতার আজকের যে আয়োজন এ আয়োজন শুধু ১৫ আগস্ট উল্লেখ্য যোগ্য ভাবে নাকরে সাড়া বছর করার দাবী জানাচ্ছি। জাতির পিতার শাহাদাৎ বার্ষিকী পালন করি তখন কিছু লোকের চুলকানি বেরে যায়। এক দলের নেত্রীর ৪/৫ বার জন্মদিন হয়। এদিনটি আসলেই তাদের জন্মদিন হয় তাই তাদের চুলকায় বেশী। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও জাতির পিতার রুহের আত্মার মাগফেরাত কামনা করছি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর মুক্তিযুদ্ধ প্রজন্ম সংসদের সভাপতি হামদান উর রহমান শান্ত, তাঁতীলীগের হাজী আবুল কালাম, ঘাতক দালাল নির্মূল কমিটি কুটু ভূমিক , আওয়ামীলীগ নেতা ঘোষাই, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি মো.জুয়েল হোসেন, জেলা মুক্তিযুদ্ধ প্রজন্ম সংসদের সহ-সভাপতি হাজী মো.মনির হোসেন বাবুল মোল্লা, মহানগর মুক্তিযুদ্ধ প্রজন্ম সংসদের সদস্য আলমঙ্গীর শেখ, আদিম খান, নূর হোসেন কাবিদ, ইয়াসিন আরাফাত, রনি, বন্দর থানা মুক্তিযুদ্ধ প্রজন্ম সংসদের আহবায়ক মো.সাইফুল ইসলাম, সদস্য সচিব হিমেল প্রমুখ।
অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন নারায়ণগঞ্জ জেলা মুক্তিযুদ্ধ প্রজন্ম সংসদ সাধারণ সম্পাদক জে,আর রাসেল আহমেদ।
জেলা ও মুক্তিযুদ্ধ প্রজন্ম সংসদের আওতায় সদর থানাধীন বন্দর ঘাট,বন্দর থানাধীন ও ফতুল্লা থানাধীন বিভিন্ন এলাকায় শোক দিবসে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
এছাড়াও ফতুল্লা থানা মুক্তিযুদ্ধ প্রজন্ম সংসদের সভাপতি অহিদুল ইসলাম এর উদ্যোগে দক্ষিন সস্তাপুর শোক পালন করা হয়। মুক্তিযুদ্ধ প্রজন্ম সংসদের সেক্রেটারি মো.সহিদুল হক প্রমিথ এর উদ্যোগে সিবুমার্কেট শোক পালন করা হয়। ফতুল্লা থানা সহ-সভাপতি শেখ রাজু উদ্যোগে পাগলা চিতাশাল শোক পালন করেন।
বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদদের প্রতি আত্মার মাগফেরাত কামনা করেন দোয়া পরানো হয়। পরে রান্না করা খাবার বিতরন করেন।