বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, মিলাদ মাহফিল, কাঙ্গালী ভোজ ও তবারক বিতরন সহ নানা আয়োজনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করেছে ফতুল্লা থানার ফরাজীকান্দা ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ।
প্রথমে রাত ১২টা ১ মিনিটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেন কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক জে.আর রাসেল আহমেদ সহ আওয়ামী লীগের নেতা কর্মীরা। পরে এলাকায় সকাল ৮ টায় জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করেন আলহাজ্ব সলিম মোল্লা ও আলহাজ্ব আনোয়ার হোসেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সালাউদ্দিন মোল্লা, আঃ রহমান মোল্লা, মোক্তার হোসেন সরদার, মিজানুর রহমান সবুজ, হাজি সিরাজুল ইসলাম মুন্সি, বিল্লাল মুন্সি, আমিনুল ইসলাম মাহবুব, ইমতিয়াজ হোসেন আরান।
সকাল ১০টায় শুরু হয় জাতীয় শোক দিবসের মূল আয়োজন দোয়া ও তবারক বিতরন। এসময় ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নূরুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এম সাইফ উল্লাহ্ বাদল। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সহ- সভাপতি আশরাফুল আলম, কাশীপুর ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি আলহাজ্ব আইয়ুব আলী, সাধারণ সম্পাদক এম. এ সাত্তার, কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক জে.আর রাসেল আহমেদ, ৫নং ওয়ার্ড মেম্বার হাবিবুর রহমান হাবিব, ৪.৫.৬ সংরক্ষিত মহিলা মেম্বার তাসলিমা আক্তার।
এম.এ সাত্তার তার বক্তব্যে বলেন- ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বৈশ্বিক রাজনীতিবিদ, তার শূন্যতায় বাংলাদেশের অপূরনীয় ক্ষতি হয়েছে, তাই শোক কে শক্তিতে রুপান্তরিত করে আগামী পথচলা শুরু করতে হবে। এই সময় জে,আর রাসেল কে সবার সাথে পরিচয় করিয়ে দেন এবং বলেন আগামীর নেতৃত্ব দিবেন তরুনরা।’
জে.আর রাসেল তার বক্তব্যে বলেন- ‘বাঙালির মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চিরঞ্জীব- তাঁর চেতনা অবিনশ্বর। বাঙালি জাতির অস্থিমজ্জায় মিশে আছেন বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুজিবাদর্শে উদ্ভাসিত বাংলার আকাশ-বাতাস জল-সমতল। প্রজন্ম থেকে প্রজন্মের কাছে শেখ মুজিবুর রহমানের অবিনাশী চেতনা ও আদর্শ চির প্রবাহমান থাকবে।’
তরুণ এ রাজনীতিক আরও বলেন- ‘জাতির পিতা চেয়েছিলেন ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে। বঙ্গবন্ধু বাংলাদেশের জনগণের মুক্তির যে স্বপ্ন দেখেছিলেন তাঁর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে ক্ষুধা ও দারিদ্র্যকে জয় করে বিশ্বসভায় একটি উন্নয়নশীল, মর্যাদাবান জাতি হিসেবে প্রতিষ্ঠিত করা।’
সভাপতি নূরুল আমিন বলেন- ‘এই সময় তিনি বলেন আগামী নির্বাচন কে সামনে রেখে নেতা কর্মিদের মাঠে থেকে কাজ করার পরামর্শ দেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত কে শক্তিশালী করার অনুরোধ জানান।’
সবশেষে গরীব-দুঃখি ও সমাজের সর্বস্তরের মানুষের মাঝে তবারক বিতরন করেন।