কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে গোসলে নেমে নিখোঁজের তিন দিন পর পর্যটক মো. মারুফ আহমদের (১৯) মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৭ আগস্ট) দুপুর পৌনে ১টায় কক্সবাজার সৈকতের লাবণী পয়েন্টের অদূরবর্তী সাগরে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ এ তথ্য জানিয়েছেন।
মারুফ আহমদ গাজীপুর জেলার কাপাসিয়া থানার ফুলবাড়িয়া এলাকার রেজাউল করিমের ছেলে এবং গাজীপুর মেট্রোপলিটন কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।
গত সোমবার (১৫ আগস্ট) দুপুরে বৈরী আবহাওয়ার মধ্যে কক্সবাজার সমুদ্রসৈকতের কলাতলী পয়েন্টে মো. মারুফ আহমদসহ তিন বন্ধু গোসলে নামেন। একপর্যায়ে স্রোতের টানে তারা ভেসে যেতে থাকেন।
এ সময় মো. মাসুম নামের একজন কোনোরকম চেষ্টা করে কূলে উঠে এলেও অপর দুজন ভেসে যেতে থাকেন। পরে স্থানীয় লাইফ গার্ড কর্মীরা জেটস্কির (ওয়াটার বাইক) সহায়তায় মো. শাওন হোসেন নামের একজনকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করেন। কিন্তু নিখোঁজ হন মারুফ।
ঘটনার পর থেকে সৈকতের বিভিন্ন পয়েন্টে নিখোঁজ মারুফের সন্ধানে উদ্ধার তৎপরতা চালান লাইফ গার্ড কর্মী, বিচ কর্মী ও টুরিস্ট পুলিশ।