রূপগঞ্জে দুর্র্ধর্ষ কিশোর গ্যাং “ডেঞ্জার গ্রæপ” এর ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। এ সময় তাদের কাছ থেকে ১টি রিভলবার, ১ রাউন্ড গুলি, ১টি টেটা, ৪টি রামদা, ৩টি লোহার পাইপ উদ্ধার করে র্যাব।
গ্রেপ্তারকৃতরা হলো- মো. সাজ্জাত, সাদেক, মো. রবিউল, মো. আমিনুল ইসলাম ও আরমান। গ্রেপ্তারকৃতরা নিজেদেরকে কিশোর গ্যাং“ডেঞ্জার গ্রুপ” এর সদস্য বলে পরিচয় দিয়ে থাকে। তাদের প্রত্যেকের বয়স ১৯ হতে ২০ বছর। শুক্রবার (১৯ আগষ্ট) রাতে রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। র্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা সবাই দুষ্কৃতিকারী ও কিশোর গ্যাং এর সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন যাবৎ রূপগঞ্জ ও এর আশপাশের এলাকায় রাস্তা ঘাটে পরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে সংঘাত সৃষ্টি ও জনমনে অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল। তারা ৫ থেকে ৭ জনের একটি গ্রæপ সংঘবদ্ধ হয়ে বিভিন্ন সময় রূপগঞ্জ ও এর আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে ভয়ভীতি বা ত্রাস সৃষ্টি করে বিশৃঙ্খলা বা অরাজকতা সৃষ্টি করে আসছে। তাদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।