নারায়ণগঞ্জ বন্দর শাহী মসজিদ এলাকা থেকে হারিয়ে যাওয়া শিশু আবু সুফিয়ান (৯)কে অবশেষে পাওয়া গেল। সদর থানা পুলিশের অক্লান্ত প্রচেষ্টায় সুফিয়ানের পরিবারের সন্ধানে পাওয়া গেছে।
শুক্রবার (২৬ আগস্ট) সকাল ১১ টায় শিশু সুফিয়ানের বাবা নূরে আলম এর কাছে বুঝিয়ে দেন নারায়ণগঞ্জ সদর মডেল থানা কর্মকর্তা।
শিশু আবু সুফিয়ানের বাবা নূরে আলম জানান, আমার ছেলে অবুঝ। ১৬ আগস্ট বাড়িথেকে বেড় হয়ে যায়। ঠিকানা ঠিকমত চিনেন না। তাই পথ ভুলে গিয়ে শহরের দিকে এশে পড়ে। অনেক খোঁজাখুঁজির পর বন্দর থানায় সাধারণ ডায়েরী করি। সদর থানা পুলিশের সহযোগীতায় আমার ছেলেকে ফিরে পাই।
সদর থানাধীন নলুয়াপাড়া এলাকার পুত্রবধূ খাদিজা বেগম জানান, আমি মর্গ্যান বালিকা উচ্চ বিদ্যালয় সংলঙ্গ মিন্নাত আলী শাহ আলী মাজারেরর পাস দিয়ে যাওয়ার সময় সুফিয়ানকে কান্নারত অবস্থায় দেখতে পাই। ছেলেটাকে তার পরিচয় জানতে চেষ্ঠা করি। তার নিজের নাম ও বাবার নাম ছাড়া আর কিছু বলতে পারেন না। তাই আমার হেফাজতে ছেলেটাকে নিয়ে যাই। এবং কোন খোঁজখবর না পেয়ে সদর থানায় অবগত করি।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ডিউটি অফিসার সাব ইন্সপেক্টর হাসান জামিল জানান, সুফিয়ানকে গত ২৫ আগস্ট আমরা উদ্ধার করি। এবং তার পরিচয় জানার জন্য চেষ্টা করি। জিজ্ঞাসাবাদে ঠিকানা না বলতে পাড়ায় সকল থানায় আমরা অবগত করি। এবং সংবাদমাধ্যমে হারানো বিজ্ঞপ্তি দেই। বন্দর থানার সহয়াতায় সুফিয়ানের পরিবারের সন্ধান পাই। পরে আইনি প্রক্রিয়া শেষে শিশুটার বাবা নূরে আলম এর কাছে বুঝিয়ে দেওয়া হয়।
এসময় সাতদিনের লালন পালনে সুফিয়ানের প্রতি মায়া লেগে কান্নায় ভেঙ্গে পরেন খাদিজা বেগমের। পরে শিশু সুফিয়ান পালিত মাকে হাত ধরে বন্দর শাহী মসজিদ এলাকা বাড়িতে নিয়ে যায়ন।