নারায়নগঞ্জের উন্নয়নের রুপকার ৪ আসনের সংসদ সদস্য একে এম শামীম ওসমানের ডাকা মহা সমাবেশে সফল করার লক্ষে এমপি পূত্র অয়ন ওসমানের নির্দেশে মহানগর ছাত্রলীগের সাবেক স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক আবির হাসান এর নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করেন।
শনিবার (২৭ আগস্ট ) বিকালে আমলা পাড়া থেকে নেতা কর্মীদে নিয়ে শহরে প্রধান প্রধান সড়ক প্রদর্শন করে শহরের ২নং রেলগেইট আওয়ামীলীগ অফিস সংলগ্ন শামীম ওসমানের সমাবেশে যোগদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা কোরবান আলী, মো.শ্যামল, রঞ্জিত সাহা, হৃদয়, জুম্মন, সদয়, রিফাত, জনি, প্রান্ত,মহন, কাশফিক,সায়েম, রাফিন, রবিন,সাফায়াত, রাব্বি,রামু প্রমুখ।