নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় বিদেশী পিস্তল ও দেশীয় অস্ত্রসহ অস্ত্রধারী সন্ত্রাসী সোহেলকে গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতারকৃত সোহেল বন্দর উপজেলার মদনপুর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের মেম্বার এবং সেই ইউনিয়নের আন্দিরপাড় হেদায়েত পাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
মঙ্গলবার ( ৩০ আগস্ট) র্যাব-১০ এর একটি আভিযানিক দল মদনপুর আন্দিরপাড় হেদায়েত পাড়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে অবৈধ পিস্তল ও দেশীয় অস্ত্রশস্ত্রসহ সোহেল (২৮) কে গ্রেফতার করে ।
এসময় তার নিকট থেকে ০১টি অবৈধ বিদেশী পিস্তল, ০১টি ম্যাগাজিন, ০৩টি কার্তুজ, ০৫টি দেশীয় অস্ত্র (ছুরি), ০১টি চাপাতি ও ০১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এমন ঘটনায় বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, অস্ত্রসহ গ্রেফতার করা আসামী মদনপুর ইউনিয়ন পরিষদের সদস্য সোহেলকে থানায় হস্তান্তর করেছে র্যাব। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। উল্লেখ্য, মেম্বার সোহেল ৭৫০০ পিস ইয়াবা নিয়ে গ্রেফতার হয়ে যাত্রাবাড়ি থানার ১টি মাদক মামলার এজাহারভূক্ত আসামী, মদনপুর হেদায়েতপাড়া এলাকায় নারী ধর্ষণ মামলার এজাহারভূক্ত আসামী ও বেশ কয়েকটি মামলার আসামী বলে জানা গেছে। এছাড়াও সোহেলের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ড ও মাদক ব্যবসা সহ নানাবিধ অপরাধমূলক কাজের অভিযোগ রয়েছে।