ইসলামী যুব আন্দোলন নারায়ণগঞ্জ জেলার আওতাধীন ফতুল্লা থানা শাখার উদ্যোগে সকল ইউনিয়ন প্রতিনিধিদের নিয়ে তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ফতুল্লার পঞ্চবটিস্থ আইজেএ কার্যালয়ে এ সস্মেলন অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির ঢাকা বিভাগীয় সাংগাঠনিক সম্পাদক নরসিংদী -২ আসনে হাতপাখার প্রার্থী মাওলানা আরিফ বিন মেহের উদ্দীন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের যখন প্রধান দুই দলের যুব সংগঠনগুলো গভীর অপরাধে লিপ্ত ঠিক তখনই ছয় বছর পূর্বে জন্ম হয় ইসলামী যুব আন্দোলন নামের এই আদর্শিক সংগঠনটির যার উদ্দেশ্যই ছিল যুবকদের মধ্যে দেশপ্রম ও খোদাভীরুতা তৈরী করা যা আজ পরীলক্ষীত হচ্ছে।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন ফতুল্লা থানা শাখার সভাপতি মুহাম্মদ শফিকুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশে আজ ত্রাসের রাজত্ব চলছে। আর এই ত্রাসের রাজত্ব থেকে জাতিকে মুক্তি দিতে যুব সমাজ তথা যুব আন্দোলনের কর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
সম্মেলনে আরেক বিশেষ অতিথি মাওলানা ইমদাদুল্লাহ হাশেমী বক্তব্য বলেন, যুবলীগ ও যুবদলের মত যুব সংগঠনগুলো ক্রমেই নিজেদের স্বার্থ হাসিলের জন্য সাধারণ যুবকদের বিপদগামী করছে। তাই সেই সমস্ত বিপদগামী যুবকদের ইসলামী যুব আন্দোলনের ছায়াতলে এনে নৈতিক মূল্যবোধের শিক্ষায় শিক্ষিত করে খাঁটি দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে হবে।
এছাড়াও বিশেষ অতিথি ইসলামী যুব আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা শাখার সাংগাঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রশিদ বলেন, কতিপয় আলেম আজ নির্বাচনের মত একটি মীমাংসিত বিষয় নিয়ে আযথাই ওয়াজের ময়দানে বিতর্ক করছে। অথচ দ্বীন কায়েমের আন্দোলনে তাদের নূন্যতম কোনো ভূমিকা নেই বাংলাদেশে, কাজেই কারো কথায় কান না দিয়ে ধারাবাহিক কর্মসূচি পালনের মাধ্যমে নিজেদের দায়িত্ব পালন করার নির্দেশ দেন তৃণমূল প্রতিনিধিদের প্রতি।
এছাড়া ফতুল্লা থানা আওতাধীন ৫টি ইউনিয়নের সভাপতি প্রায় দেড় শতাধিক প্রতিনিধিদের পর্যায়ক্রমে তাদের সকল কার্যক্রমের বিস্তারিত সকলের সামনে উপস্থাপন করেন।
এর আগে ইসলামী যুব আন্দোলনের ফতুল্লা থানা শাখার সভাপতি মুহাঃ মাসুদুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী শাহদাৎ হোসেন রানার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন ফতুল্লা থানা শাখার সাবেক সভাপতি যুব আন্দোলন ফতুল্লা থানা শাখার প্রশিক্ষন সম্পাদক মুহাঃ সাইফুল ইসলাম, থানা শাখার সহ-সভাপতি মুহাঃ বেলাল হোসেন প্রমুখ।
মুনাজাতের মাধ্যমে উক্ত সম্মেলনের সমাপ্তি ঘটে।