নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন বাদ পড়েছেন দলের জেলা পরিষদ চেয়ারম্যান মনোনয়ন থেকে। মনোনয়ন চাইলেও কয়েকটি অভিযোগ থাকায় তাকে মনোনয়ন দেয়া হয়নি বলে জানা গেছে।
জাতীয় দৈনিক সমকাল এক প্রতিবেদনে জানায়, বর্তমান প্রশাসকদের মধ্যে ১৯ জনের কপাল পুড়েছে। তারা দলের মনোনয়ন চাইলেও বঞ্চিত হয়েছেন। তাদের কারও কারও বিরুদ্ধে নানা অনিয়মের পাশাপাশি দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব-বিবাদে জড়িত থাকার অভিযোগ রয়েছে। মনোনয়নবঞ্চিত এই প্রশাসকদের নামে নারায়ণগঞ্জের আনোয়ার হোসেনের নাম উঠে আসে।
আবার কয়েকটি জেলায় দলের মনোনয়ন পাওয়া চেয়ারম্যান প্রার্থীদের সঙ্গে দীর্ঘদিন এলাকায় যোগাযোগ না থাকার অভিযোগ রয়েছে প্রতিবেদনে।
এ ছাড়াও দলীয় সুত্র জানায়, বর্তমান প্রশাসকদের মধ্যে ১৯ জনের কপাল পুড়েছে। তারা দলের মনোনয়ন চাইলেও বঞ্চিত হয়েছেন। তাদের কারও কারও বিরুদ্ধে নানা অনিয়মের পাশাপাশি দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব-বিবাদে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এমন অভিযোগেও বিদ্ধ আনোয়ার হোসেন। তার বিরুদ্ধে কখনো স্থানীয় এক মেয়রের পক্ষ নিয়ে আবার কখনো সংসদ সদস্য একেএম শামীম ওসমানের পক্ষ নিয়ে মহানগর আওয়ামীলীগের কমিটিতে কোন্দলের অভিযোগ আছে।
জানা যায়, জেলা পরিষদের চেয়ারম্যান থাকাকালীন তিনি সদস্যদের সাথে দুই ধরনের আচরণ করেছেন। অনুগতদের বেশী বাজেট দিয়েছেন অন্যদের দিয়েছেন কম। এ নিয়ে সদস্যরা একাধিকবার অভিযোগ করেছেন। বাজেট নিয়ে গরমিল ছিল তার মনোনয়ন না পাবার অন্যতম কারণ।