নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ২ মাদক ব্যবসায়ীকে৮৫ পিস ইয়াবাসহ আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন।
সোমবার (১২ সেপ্টেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব ১১ এর এএসপি মোঃ রিজওয়ান সাঈদ জিকু।
১১ সেপ্টেম্বর দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জের সোনামিয়া বাজার এলাকা থেকে মোঃ শাহেদ (৩২) ও মোঃ শাহিন ওরফে গুড্ডুকে (২৮) আটক করা হয়।
প্রাথমিক অনুসন্ধান ও মাদক ব্যবসায়ীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, শাহেদ সিদ্ধিরগঞ্জের শিমুলপাড়া এলাকার মৃত আঃ বারেক এর ছেলে এবং মোঃ শাহিন ওরফে গুড্ডু মোঃ আলাউদ্দিনের ছেলে। আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন যাবৎ বিভিন্ন অভিনব কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে নিয়ে এসে সিদ্ধিরগঞ্জ ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল তারা।
আটকদের বিরুদ্ধে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানায় র্যাব।