নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে নির্বাচন অফিসার যাচাই-বাছাই করার পর সদস্য প্রার্থী মনোনীত হয় জেলা ছাত্রলীগের সাবেক কার্যকরী সদস্য ও যুবলীগ নেতা মো.রাসেল সিকদার জনপ্রতিনিধিদের নিয়ে কাজ করার অঙ্গীকার করেছেন।
রবিবার ( ১৮ সেপ্টেম্বর ) দুপুরবেলায় নারায়ণগঞ্জ নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে এ বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
চেয়ারম্যান প্রার্থী ও সদস্য প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই বাছাই শেষে প্রার্থীদের মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মঞ্জুরুল ইসলাম, নারায়ণগঞ্জ নির্বাচন অফিসার মো. মতিয়ুর রহমান, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাচন অফিসার আফরোজা খাতুন।
যাচাই-বাছাই করার পর সদস্য প্রার্থী মনোনীত হয়ে রাসেল সিকদার ভোটারদের উদ্দেশ্য করে বলেন, এ নির্বাচন সুন্দর শান্তিপ্রিয় পরিবেশে নির্বাচন সুষ্ঠুভাবে হবে। যেহেতুক আমি মনোনীত হয়েছি তাই সম্মানিত ভোটার বৃন্দর কাছে আমার ভোট প্রার্থনার জন্য দৌড়ঝাঁপ করতে হবে। এবং আমি বিজয়ী হলে আমার সম্মানিত ভোটার বৃন্দ ও জনপ্রতিনিধিদের নিয়ে এক সঙ্গে কাজ করবো। তাই সকলের দোয়া কামনা করছি।
এসময় উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত, আলিরটেক ইউনিউনের মেম্বার শাহিন রাজু, সাবেক মেম্বার রবি মেম্বার, জেলা স্বেচ্ছাসেবকলীগের নেতা ভিপি জামির হোসেন রনি, কায়োবাদ রোবেল, মো আরমান, রবিউল ইসলাম রাসেল প্রমুখ।