দেওভোগ দিঘির পাড় শ্রী শ্রী গৌর নিতাই মন্দির প্রাঙ্গনে অয়ন ওসমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে এলাকাবাসীর পক্ষ থেকে বিশেষ প্রার্থনার আয়োজন করেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগ নেতা শুভ রায়।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় দেওভোগ দিঘির পাড় শ্রী শ্রী গৌর নিতাই মন্দির প্রাঙ্গনে প্রার্থনা করা হয়।
উক্ত আয়োজনে উপস্থিত স্থানীয় নারী পুরুষদের উদ্দেশ্যে শুভ রায় বলেন-আমাদের অভিভাবক নারায়ণগঞ্জ ৪-আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা এ.কে.এম.শামীম ওসমান মহোদয়ের সুযোগ্য সন্তান, লাখো তরুন প্রজন্মের অহংকার এ.কে.এম.অয়ন ওসমানের আজকে সকালে ঢাকার এপোলো হাসপাতালে এপেনডিসাইড সার্জারী ভালো ভাবে সম্পর্ন হয়েছে, কিন্তু আরো কয়েকদিন ডাক্তারের পরামর্শ অনু্যায়ী তাকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকতে হবে।
আপনারা সবাই অয়ন ওসমানের জন্য আশীর্বাদ করবেন তিনি যেনো দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে আসতে পারেন। পরম করুনাময় সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা রইলো, তিনি যেনো অয়ন ওসমান ও তার পরিবারের সকল কে দীর্ঘায়ু দান করেন।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগ নেতা শুভ রায়, যুবলীগের অন্যতম নেতা আরাফাত খাঁন শান্ত, সাখাওয়াত হোসেন সুমিত, সঞ্জয় ঘোষ, শেখ শাকিব হাসান বাবুন, মোঃইমন, তনয় আহসান, শ্রী শ্রী গৌর নিতাই আখড়ার মহারাজ সঞ্জয় চক্রবর্তী, ও পূজা কমিটির সৃজন দাস, রিংকু সাহা, রতন বিশ্বাস, প্রকাশ সেন গুপ্তা, সইঞ্জা দাস সহ স্থানীয় আরো অনেকে।
উল্লেখ্য রাজধানীর এপোলো হাসপাতালে আজ বৃহস্পতিবার সকালে এপিন্ডিসাইড সার্জারি করানো হয় নারায়ণগঞ্জ ৪-আসনের মাননীয় সংসদ সদস্য এ.কে.এম.শামীম ওসমান পুত্র এ.কে.এম.অয়ন ওসমানের।
এরপর থেকে শহরের বিভিন্ন মসজিদ মন্দিরে তার সুস্থতার জন্য দোয়া প্রার্থনার আয়োজন করেন তার অনুসারী রাজনৈতিক/অরাজনৈতিক অসংখ্য শুভাকাঙ্ক্ষীগন, যা ইতিমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রচার হচ্ছে।
তবে আপাতত তিনি সুস্থ ও স্বাভাবিক আছেন বলে জানা যায়।