নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদসদস্য,গণমানুষের নেতা
ও কর্মী বান্ধব জননেতা আলহাজ্ব এ কে এম শামীম ওসমান এর স্নেহ পুত্র অসহায় দুঃখি মানুষের আস্থাভাজন এ.কে.এম.অয়ন ওসমানের সুস্বাস্থ্য কামনায় যুবলীগ নেতা আরাফাত খাঁন শান্ত’র উদ্যোগে মসজিদে মিলাদ ও দোয়া’র আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বাদ আছর দেওভোগ ভূঁইয়ার বাগ বাইতুলউল্লা জামের মসজিদের দোয়া পড়ানো হয়। এবং ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি শুভরায়ের উদ্যোগে সন্ধ্যায় অয়ন ওসমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় পূজা অর্চনা করা হয়।
এসময় মসদিদের অসখ্য মুসল্লিদের আমিন আমিন ধ্বনিতে অয়ন ওসমানের দ্রুত্ব সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং সেই সাথে ওসমান পরিবারের সকলের জন্য দোয়া পরিচালনা করেন ভূঁইয়ার বাগ বাইতুলউল্লা জামের মসজিদের ইমাম ওখতিব মাওলানা ইমাম হোসেন।
এছাড়াও সন্ধ্যায় দেওভোগ জিউস পুকুর পাড় গৌরনিতাই আকড়া মন্দিরে শুভ ওরফে (বাকের ভাই) আয়োজনে সুস্বাস্থ্যতা কামনায় পূজা অর্চনা করা হয়।
এবিষয়ে যুবলীগ নেতা শান্ত খাঁন জানান, গতকাল বুধবার পেটের ব্যথা অনুভব হলে তাৎক্ষণিক ঢাকা বসুন্ধরা এ্যাপোলো হসপিটালে ভর্তি করানো হয়। বর্তমানে তিনি এ্যাপোলো হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। দ্রুত সুস্থতা চেয়ে তরুন প্রজন্মের অহংকার নারায়ণগঞ্জ এর অসহায় দুস্থ মানুষের আশ্রয়স্থল গরিব মেহনতি মানুষের বন্ধুর আলহাজ্ব এ কে এম অয়ন ওসমানের জন্য দেশবাসীর ও নারায়ণগঞ্জের সর্ব শ্রেণীর মানুষের কাছে দোয়া ও প্রার্থনা চেয়েছেন যুবলীগ নেতা শান্ত খাঁন।
এসময় মসজিদে মিলাদ ও দোয়ায় উপস্থিত ছিলেন, সমাজ সেবক মোয়াজ্জম হোসেন সোহেল, হোসেন ব্যাপারী, মো.লিটন খান, বাবুল দেওয়ান, মো.ইমন মিয়া, রবিন, মুকুল, সালমান, হোসেন সহ স্থানীয় গণ্যমান্য মুসল্লিগণ।