বন্দরে বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত ৮ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে
পুলিশ।
বুধবার (২১ সেপ্টেম্বর) রাতে থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।
ধৃতরা হলো বন্দর থানার মদনগঞ্জ ইসলামপুর এলাকার জসিম মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্তপলাতক আসামী আকাশ (২৮) দেউলী চৌরাপাড়া এলাকার
বাসেদ মিয়ার দুই ছেলে রোমান (৩২) ও আরাফাত (২২) একই এলাকার
আব্দুল সালাম মিয়ার ছেলে আরমান (৩৩) একই এলাকার মনির হোসেন মুন্না মিয়ার ছেলে সবুজ (২২) দ্বীন ইসলাম মিয়ার দুই ছেলে জুয়েল (২৮) ও রাসেল (২৬) একই এলাকার মৃত সালাম মিয়ার ছেলে ইমরান (৩০)।
থানা সূত্রে জানা গেছে, বন্দর থানার উপ-পরিদর্শক বারেক হাওলাদারসহ
সঙ্গীয় র্ফোস থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান
চালিয়ে বিভিন্ন মামলার ৮ ওয়ারেন্টভূক্ত আসামীকে গ্রেপ্তার করে
বৃহস্পতিবার দুপুরে যথাযথ নিয়মে আদালতে প্রেরণ করেছে।