নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২০২২-২৩ অর্থ বছরের বাজেট ঘোষণায় ১৪ নং ওয়ার্ডের বেহাল দশার কথা তুলে ধরেছেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম এর ক্ষুব্দতা প্রকাশ করেছেন কাউন্সিলররা!কথা বলার সুযোগ দেওয়া হয়নি কাউন্সিলর মনিরুজ্জামান মনিরকে।
এসময় মনিরের এলাকায় ময়লা পরিষ্কার হয়না, কোন কিছুই পরিষ্কার হয় না বলে মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২০২২-২৩ অর্থ বছরের বাজেট ঘোষণার পর প্রশ্নোত্তর পর্বে একথা বলেন তিনি।
মাসুম বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন কাজ করে যাচ্ছে। এবার অনেক ডায়নামিক কাউন্সিলর রয়েছে। নতুন অনেকে এসেছে। পুরানো অনেকে আছেন। আমি আমার এলাকার কাউন্সিলর মনির সাহেবের কথা বলতে চাই। ময়লা পরিষ্কার হয়না, কোন কিছু পরিষ্কার হয় না৷ এগুলো যদি না দেখেন তাহলে সিটি করপোরেশনের বদনাম হবে।
সাংবাদিক মাসুমের এমন বক্তব্যে, উপস্থিতি কাউন্সিলররা ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। এসময় ১৪নং ওয়ার্ড কাউন্সিলর এরকম বিরূপপূর্ণ অসত্যতা যা বিত্তহীন বক্তব্যের প্রতিবাদ করতে চেয়ে ৩বার দাড়িয়েও ঐ বক্তব্যের জবাব দিতে চেয়েছিলেন কাউন্সিলর মনিরুজ্জামান মনির । কিন্তু এসময় মনিরকে মাইকের মাউথ দেওয়া হয় নাই। এর পরেই ঘটে কাউন্সিলরদের কানে মুখে কথা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কাউন্সিলর বলেন, আরকোন লোক পেলোনা সে। যার ওয়ার্ডে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাকে নিয়ে এমন মন্তব্য আমার ও আমাদের বোধগম্য নয়।
কাউন্সিলর মনির এর ঘনিষ্ঠজন জানান, মাসুম সাহেবের কখন তার ঘুম ভাঙ্গে আমার জানা নেই। সুইপারদের কোন প্রকার গাফলতি হয়েছে কিনা তা দেখতে ওয়ার্ডে প্রতিটা এলাকায় আমরা পরিদর্শন করি।
সিটি কর্পোরেশন পরিচ্ছন্ন স্যানিটারী ইন্সপেক্টর শ্যামল পাল জানান, ওয়ার্ডে প্রতিটা এলাকায় আমরা ভোর ছয়টা থেকে বেলা দশটা পর্যন্ত আমদের সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা নিরলস ভাবে কাজ করে যায়। তার পরও আমি সহ ওয়ার্ডের কাউন্সিলর ও তাদের প্রতিনিধিরা আমাদের কাজের তদারকি করে থাকেন। তাই কাজের ফাকি দেওয়ার কোন সুযোগ নাই।