ফতুল্লার মেঘনা ডিপো ঘাটে বুড়িগঙ্গা নদীতে সহপাঠীদের সাথে
গোসল করতে নেমে পানিতে ডুবে আবু বক্কর সিদ্দিক (১৩) নামক এক
কিশোরের মৃত্যু হয়েছে।
নিহত কিশোর ফতুল্লা মডেল থানার পঞ্চবটি গুলশান রোডের শাহিন
মিয়ার পুত্র । সে ধর্মগঞ্জ তাহফিজুর হাফেজিয়া মাদ্রাসায় লেখাপড়া
করতো বলে জানা গেছে।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে নিহত কিশোরের
পিতা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের
করেছে।
মামলায় উল্লেখ্য করা হয়,বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার দিকে
নিহত কিশোর আবু বক্কর সিদ্দিক তার সহপাঠীদের সাথে মেঘনা
ডিপোর ঘাট সংলগ্ন হাজী রহমানের বালুর ঘাটস্থ বুড়িগঙ্গা নদীতে
গোসল করতে নামে। নিহতের সাথে থাকা সকলেই গোসল শেষ করে নদীর
তীরে উঠতে সক্ষম হলেও নদীর স্রোতে পানির নিচে তলিয়ে যায় নিহত
কিশোর। সংবাদ পেয়ে বাদী ঘটনাস্থলে এসে পুলিশ এবং ফায়ার
সার্ভিসের ডুবুরিদের বিষয়টি জানালে তারা উদ্ধার অভিযানে নামে।
ডুবে যাওয়ার ঠিক ২৪ ঘন্টা পর শুক্রবার বেলা সাড়ে এগারোটার দিকে
নিহত কিশোরের ঘটনাস্থলের পাশেই ভেসে উঠে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মহসীন জানান,নিহত
কিশোরের বাবা থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছে। নৌ ফাড়ি পুলিশ
বিষয়টি তদন্ত করবে বলে তিনি জানান।