হেরোইন ও গাঁজাসহ ছয় যুবক কে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল
থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো ফতুল্লা মডেল থানার শাসনগাও
চাদনী হাউজিংয়ের মতি সর্দারের পুত্র খোকন (৩০),বিসিক শাসনগাও
এলাকার জসিম হাওলাদারের পুত্র রাকিব (২২), শাসনগাও ভাঙ্গা ক্লাবের
নজরুল ইসলামের পুত্র শফিকুল ইসলাম (৩৫), মুসলিম নগর নয়া বাজারের
কাইয়ুমের পুত্র সজিব মিয়া (২০), একই এলাকার মোকছেদ মিয়ার পুত্র
ওমর ফারুক (২১) ও শফিকুল ইসলামের পুত্র নাদিম (১৯)।
মাদক উদ্ধারের ঘটনায় বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) গ্রেপ্তারকৃতদের
বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায় বুধবার দিবাগত মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক হুমায়ুন কবির (২) ফতুল্লা মডেল
থানার বিসিক শাসনগাও ভাঙ্গা ক্লাব গলিতে অভিযান চালিয়ে খোকন,
রাকিন, শফিকুল ইসলাম, সজিব, ওমর ফারুক ও নাদিমকে গ্রেপ্তার করে।
এসময় তাদের নিকট থেকে পুলিশ ১ শত পুরিয়া হেরোইন ও দেড় কেজি
গাঁজা উদ্ধার করে পুলিশ।