বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বলেছেন, আপনারা শাওনকে গুলি করে মেরেছেন। আজ আমরা হাজার হাজার শাওন নারায়ণগঞ্জে প্রস্তুত আছি জীবন দেয়ার জন্য। এ নারায়ণগঞ্জের মাটিতে আমরা শাওন হত্যার বিচার করবো।
শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে নারায়ণগঞ্জে ও মুন্সিগঞ্জে যুবদল কর্মী শাওনের হত্যার প্রতিবাদে আয়োজিত জেলা বিএনপির প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
তিনি আরো বলেন, রূপগঞ্জে জনবিচ্ছিন্ন হয়ে এ সরকারের লোকজন বাড়িতে বাড়িতে গিয়ে হামলা করছে। আপনারা কি ভাবেন এর বিচার হবে না। আমরা আপনাদের বিচার করেই ছাড়বো।
এই সমাবেশ উপলক্ষে দিপু ভূইয়া নারায়ণগঞ্জে বিশাল কর্মী বহর নিয়ে শহরে শোডাউন করেছেন সমাবেশে অংশগ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কেন্দ্রীয় বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, আজহারুল ইসলাম মান্নান, জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মনিরুল ইসলাম রবি, সদস্য সচিব মামুন মাহমুদ,কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য সাদেকুর রহমান সাদেক, মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জাহিদ হাসান রোজেল, সদস্য মাসুকুল ইসলাম রাজীব, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম, জেলা শ্রমিক দলের সভাপতি মন্টু মেম্বার, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি কাশিপুর ইউনিয়ন যুবদলের সেক্রেটারি সৈকত হাসান ইকবাল প্রমুখ।